মন একবার বিগলিত হয়ে গেলে তাকে ফেরানো দায়
দূর্গম কন্টকাকীর্ণ বন্ধুর পথে পাড়ি দিতে হয়না ভয়
কুজ্ঝটিকা রাতে গভীর অরণ্য থেকে কুঁড়িয়ে আনি শিশির মুক্তা
পদানত হইনি কভু, পাখা মেলি অসীম আকাশে বুকে নিয়ে শান্তির বারতা।
যে রূপ দেখেছি মায়া হরিণী কুসুমকোমলা চিরহরিৎ বাংলায়
হীরা জহরত শ্বেত পাথরে গড়া অট্টালিকায় পাইনি সুখ মায়া
ঘুরে ফিরে ভাসে সেই চির চেনা মুখ মনের অন্দরে
নির্বাসনে গেলোও স্বপ্নবাসর রচিবো তোমায় নিয়ে অচেনা বন্দরে।
তোমার চেয়ে রূপসী অনন্যা রয়েছে জগত সংসারে
বিগলিত হয়না দেহ মন সেই রূপ দর্শনে
অরণ্যচারী পথিকের বসেনা মন সুরম্য অট্টালিকায়
খুঁজে ফেরে সুখ, অজানা কোন এক বৃক্ষ ছায়ায়।
তোমাতে আমি মজেছি, আমায় করে নিঃস্ব
কত মনোহর রূপ হেরিলাম, সবই মনে হয় ভীবৎস
আঁধারের মাঝে আছি, আঁধারের মাঝে থাকি, আধারেই খুঁজি সুখ
ভাবিনা কখনো আছে প্রয়োজন তোমার চেয়ে অধিক জ্যোতিময়ী মুখ।
আধারেই জীবনের সুখ খুঁজছি। সুখে নাগাল এখনো পাচ্ছি না। মনে হয় বাকি জীবনটা এতভাবেই যাবে। দারুণ লিখেছেন শ্রদ্ধেয় কবি দাদা। অজস্র ধন্যবাদের সাথে শুভকামনাও রইল।
* অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি দাদা…
"আঁধারের মাঝে আছি, আঁধারের মাঝে থাকি, আধারেই খুঁজি সুখ
ভাবিনা কখনো আছে প্রয়োজন তোমার চেয়ে অধিক জ্যোতিময়ী মুখ।"
টাফ রোম্যান্টিক প্রিয় কবি। শুভ সকাল। কেমন আছেন আপনি স্যার !!
* সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, অনেক অনেক ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ক্যামন আছেন?
ভালো থাকুন এই প্রত্যাশা করি।
শুভেচ্ছা জানবেন কবি দা।
* প্রিয় কবি দি, শুভ কামনা নিরন্তর…

মন একবার বিগলিত হয়ে গেলে তাকে ফেরানো দায়। আজব এই যন্ত্রণা।
* প্রিয় কবি দাদা, অনেক অনেক ধন্যবাদ…

আঁধারের মাঝে আছি, আঁধারের মাঝে থাকি, আধারেই খুঁজি সুখ
ভাবিনা কখনো আছে প্রয়োজন তোমার চেয়ে অধিক জ্যোতিময়ী মুখ।
চমৎকার বিগলিত প্রেম, শুভেচ্ছা ও ভালোবাসা কবির জন্য
* প্রিয় কবি, আপনার মন্তব্যে অনুপ্রাণিত…
ভালো থাকুন সবসময়।
লেখার শুরুতে দারুণ একটা পর্যবেক্ষণ, "মন একবার বিগলিত হয়ে গেলে তাকে ফেরানো দায়"। দারুণ! মুগ্ধ হয়ে পড়লাম !
* সুপ্রিয়, আপনার অনুপ্রেরণায় ধন্য…

ভালো থাকুন নিরন্তর।