অন্ধত্ব


লোকে সদা ব্যর্থ ছাড়তে স্বার্থ,
কেউ বলে কিছু নয় অর্থই অনর্থ ।
ক্ষুধার্তের হাহাকার রোগীর চিৎকার,
তবু নেশা গাড়ি বাড়ি এ কেমন ডাক্তার?

মুখোশের আড়ালে রমরমা ব্যবসা,
নেতা হাতে ছাতা নিয়ে মাদকের বর্ষা ।
বান্ডিল দিলে মেলে সনদের বস্তা
অন্ধ এ সমাজে প্রতিভাই সস্তা?

উচ্চশিক্ষিত তাও আজ বেকার,
উৎকোচ দিলে তবে চাকরি মেলে তার!
ছোটদের রক্তে বড়দের বৈভব,
রাজকোষ খালি করে মন্ত্রীর উৎসব!

দৃষ্টির সীমানায় পথ প্রশস্ত,
অন্ধ হতে তাই সবে অভ্যস্ত।
অভাবের তাড়নায় দেহটাকে বেঁচে খায়,
গ্লানি নিয়ে শেষ করে ক্ষুধার্থ অধ্যায়!

দৃষ্টি আছে তবু না দেখার অভিনয়,
আগামী নিয়ে তাই আজ বড় সংশয়!
চেনা দায় ধোঁকাবাজ কে বিশ্বস্ত,
নিজেদেরই সৃষ্টি এই অন্ধত্ব!

6 thoughts on “অন্ধত্ব

  1. ঠিকই বলেছেন। অন্ধত্ব আমাদের জাতীয় জীবন থেকে শুরু করে সর্বত্রই এক ব্যাধি। পরম্পরার এই ব্যাধি যেন সারবার নয়। চলুক। চলছে যেমন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।