মেঘপরীদের সাথে

সন্ধ্যা আর আমার স্বপ্নরাজ্যের দ্বার অতি নিবিড় হয় তোমার পরশে
স্বপ্নকন্যারা পরীর মতন ভেসে ভেড়ায় নীল আকাশে
আমি প্রতিটি শিশির ফোটায় মুক্তো রচি বারোমাস
জল কেলিতে এখন আর মন বসেনা, সেতো নাতিদীর্ঘ উপন্যাস।

মেঘের ভেলায় স্বপ্নেরা ভেসে যায় দূর আকাশে
আমি বন্ধনহীন শিকড় ছেড়ে সঙ্গী হই স্বপ্ন সারথির আশে
আমার মাঝে আমি হই লীন, থাকেনা কোন ক্লেশ
যান্ত্রিক জীবনের যন্ত্র থেকে কিছুটা মেলে শান্তির আবেশ।

মেঘের আড়ালে পূর্ণিমা রচে জ্যোতিময় আলোর মিছিল
থাকেনা তোমার আমার বিচ্ছেদ রেখা; মায়াময় স্বপ্নিল
সেখানেও বাজে সন্ধ্যার মেঘমালায় ঝিঝির ডাকে ঘুমের নূপুর
ক্লান্তি অবসাদ মুছে যায়, থাকেনা যন্ত্রের কোলাহল যেন রাতের মধ্যদুপুর ।

পরীদের সাথেও হয় খুনসুটি, তাতেও আছে ভালোবাসা মাখামাখি
প্রাত্যহিক জীবনের মোহভঙ্গের গান রচেনা তারা, স্বার্থের মায়াজালে হয়ে মুখোমুখি
প্রতিদানে হিসেবে ভালোবাসায় করেনা মিথ্যে অর্ঘ বিতরণ
মেঘের ভেলায় ভাসে, মেঘের ভেলায় রচে ভালোবাসার বিশুদ্ধ উচ্চারণ।

12 thoughts on “মেঘপরীদের সাথে

  1. মেঘের ভেলায় রচে ভালোবাসার বিশুদ্ধ উচ্চারণ। … সুন্দর একটি চরণ। শুভ সকাল কবি। :)

    1. * সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, শুভরাত্রি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. ভালোবাসা ছাড়া আর আছে কী! 

    ভালোবাসা হলো এই দেহের নিশ্বাস

    নিশ্বাস ছাড়া মানুষ কখনো বাঁচে কি?

  3.  

    মেঘপরীদের সাথে– কবিতায় ভালোলাগা রইলো প্রিয় কবি 

  4. * প্রিয় কবি দাদা, শুভ কামনা সবসময়… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  5. "পরীদের সাথেও হয় খুনসুটি, তাতেও আছে ভালোবাসা মাখামাখি
    প্রাত্যহিক জীবনের মোহভঙ্গের গান রচেনা তারা, স্বার্থের মায়াজালে হয়ে মুখোমুখি
    প্রতিদানে হিসেবে ভালোবাসায় করেনা মিথ্যে অর্ঘ বিতরণ
    মেঘের ভেলায় ভাসে, মেঘের ভেলায় রচে ভালোবাসার বিশুদ্ধ উচ্চারণ।"

    –খুব ভালো লেগেছে কবি !

  6. * অনেক অনেক ধন্যবাদ ‍সুপ্রিয়…… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।