বারবিকিউ ইন কামিনী ঘাট এর প্রথম দুই পর্বের পরে আজ ৩য় পর্ব। গত দুই পর্বের মতো এই পর্বেও ছবির সাথে ক্যাপশন দিয়েই দেখানো হয়েছে অনেক কষ্টে ভেজা মাটিতে আগুন জ্বালানোর পরে কি করে আস্ত খাসীটিকে বারবিকিউ শিকে ঢুকিয়ে গুনা দিয়ে বেঁধে আগুনে চড়ানো হয়েছে। ভিজে কাঠে আগুন ধরেছে, সেই সাথে পেটে খিদের আগুন জ্বলছে তখনও না খেয়ে থাকা কজনের। ছবিতে দেখুন সেই সব কাহিনী……
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
আজ তবে এটুকুই রইলো……
আজও তাহলে পোস্টের পূর্ণতা পেলো না। বিশেষ করে খাদ্য গ্রহণের ছবি দেখতে পাচ্ছি না। মানে আরও আছে। দস্যু ভাই লাল টি-শার্টে প্রকট হয়েছেন !! দারুণ লাগছে। :yes:
না, এখনো শেষ হয় নাই।
বাহ ছবি দা। আপনাদের আনন্দে আমিও আনন্দিত হলাম।
ধন্যবাদ আনন্দ এভাবেই ছড়িয়ে যাক।
মরুভূমি ভাই।
জ্বী দাদা