বাংলার মুখ

আমার ভাবনার আকাশে ঘুরে ফিরে; দল বেঁধে ফিরে আসে শ্বেত বলাকার দল
চিরহরিৎ বাংলার আকাশে কী অপরূপ মহিমায় উঁড়ে যায় আমার স্বপ্নেরা দল বেঁধে
তৃষ্ণার্ত পথিক কোথাও যখন এক ফোটা জল খঁজে পায় না, ছুটে চাতক পাখির মত
আমি তখনও সুখ নিদ্রায় স্বপ্নদেবীর কোলে মাথা রেখে, অঘোর ঘুমে তোমার ছোঁয়ায়।

আমার কর্ম-ক্লান্তিতে ঘুম আসে ঝিঝির সুরে অনির্বচণীয় রূপের মায়ায়
শিশিরের জল পতনের শব্দ আমায় নিয়ে যায় অন্তহীন ভাবনার মসৃণ অনুভবে
আমি ভেসে যাই নির্ঝরের বুকে ভর দিয়ে দেশ হতে দেশান্তরে অকূল পাথারে
রাশি রাশি সবুজের মেলা; ধূসর পৃথিবীর রং আমার মাঝে হাহাকারের ঝড় তুলেনি কভু!

আমার চোখে ভাসে আজো মাঠে মাঠে সোনালি ধানের রূপের বাহার
চড়ুই পাখিরদল কিচিরমিচির সুরে গান রচিছে মনের সুখে নির্ভাবনায়
শেফালিরা ফুটেছে বনে বনে অনাদর অবহেলায়; তবুও নেই রূপের অভাব
বাংলা মায়ের মুখ বিধাতার অপরূপ সৃজনে ঘাটতি খুঁজে পায় নি, কোন এক নিন্দুক।

সাহারার বুকে একফোটা জল হয় সোনার হরিণ, পথিক আত্ম বিসর্জন দেয় মরীচিকার ফাঁদে
তখনো দুগ্ধস্রোত বয়ে যায় তটিনীর বুকে, দুকুল ভেসে যায় আনন্দের বন্যায়
কোথাও তুমি যখন খুঁজে পাবেনা শান্তির কোমল পরশ
আপন বিশ্বাসে ফিরে এসো বাংলায়; খুঁজে পাবে প্রিয়তমার স্নিগ্ধ মুখ অপরূপ মহিমায়।

28 thoughts on “বাংলার মুখ

  1. কোথাও তুমি যখন খুঁজে পাবেনা শান্তির কোমল পরশ
    আপন বিশ্বাসে ফিরে এসো বাংলায়; খুঁজে পাবে প্রিয়তমার স্নিগ্ধ মুখ অপরূপ মহিমায়। 

    অপূর্ব অপরূপ এই বাংলার রূপ বর্ণণা যেভাবেই করি না কেন, কম হবে কবি হুসাইন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. * জী, প্রিয় কবি দাদা।

      ভালো থাকুন নিরন্তর…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বাংলা মায়ের মুখ বিধাতার অপরূপ সৃজন। অসাধারণ কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি,
    সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. * অনেক অনেক ধন্যবাদ প্রিয় প্রেরণাদাতা মুরুব্বী… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. আপনার কবিতার এই রুপটা আমার খুব ভালো লেগেছে।  অসাধারণ কাব্য মশলায় দারুণ কবিতা লিখেছেন কবি।

    মুগ্ধ!

    1. * প্রিয় লেখক  ও কবি, আপনার মন্তব্যে যারপর নাই অনুপ্রাণিত… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      ভালো থাকুন সবসময়। 

  5. আপনার লেখা কবিতায় সত্যি সত্যি বাংলার রূপ আরও বৃদ্ধি পেয়েছে ,শ্রদ্ধেয় দিলওয়ার দাদা। আপনাকে অজস্র ধন্যবাদ।

    1. * প্রিয় কবি দাদা, অনুপ্রাণিত>https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      শুভ কামনা সবসময়। 

  6. বাংলার অপরূপ রূপ নিয়ে চমৎকার অনুভূতি এঁকেছেন । মুগ্ধ হতেই হয় ।

  7. মাঝে মাঝে নিজের লিখা রিকল করা ভালো। লিখক যদি সময়াভাবে পাঠক মন্তব্যের উত্তর না করতে পারেন অথবা নতুন পাঠকদের পড়ার সুযোগ তৈরী করে দিতে চান, তাহলে এই রিকলের মাধ্যমে উত্তর দেবার আরেকটি সুযোগ যেমন থাকে তেমনি লিখক পাঠকে মিথস্ক্রিয়া তৈরী হয়।

    প্রত্যেকটি লিখা প্রকাশের দিন থেকে ২৮ দিন পর মন্তব্য বা প্রতি-মন্তব্য করার সুযোগ স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যায়। রিকলে সুযোগ বাড়ে। ব্লগিং হোক আনন্দের। :)

    1.  * সুপ্রিয় পেরনাদাতা মুরুব্বী, অনেক অনেক ধন্যবাদ…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      রিকল সম্পর্কে জানা ছিলোনা, এটি পরীক্ষামূলক ছিলো।

  8. কোথাও তুমি যখন খুঁজে পাবেনা শান্তির কোমল পরশ
    আপন বিশ্বাসে ফিরে এসো বাংলায়; খুঁজে পাবে প্রিয়তমার স্নিগ্ধ মুখ অপরূপ মহিমায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  9. সাহারার বুকে একফোটা জল হয় সোনার হরিণ, পথিক আত্ম বিসর্জন দেয় মরীচিকার ফাঁদে ………….চমৎকারhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।