দেখা হবে

তোমার চোখের গভীরে খেলা করে
চৈতালী রোদ নিঝুম দুপুর,
হৃদয়ে কলকল পদ্মার ঢেউ
গুনে গুনে ক্লান্ত আমি।
তবু এই প্রাণে অবিরত
কোলাহল যেন ফেনায়িত
সমুদ্র তরঙ্গ ঢেউ ভাঙ্গে
বালুকাবেলায়।

একদিন প্রেম জেগেছিলো তোমার
ওই মনে তৃ্তীয়া তিথির চাঁদের মতো,
তারপর ডুবে গেছে কৃষ্ণপক্ষ আঁধারে।
তবু হৃদয়ে আমার আশা জেগে রয়,
আবার পূ্র্ণিমা রাতে দু’জনার
হবে দেখা কোনো এক
শর কাশবন ঘেরা
নদীর কিনারে।

বুনবো কথার স্বপ্নজাল
একগোছা ঘাসফুল
খোঁপাতে পরায়ে,
বিরহ পাবে না ঠাঁই,
রইবে কিছুদূরে
থমকে দাঁড়ায়ে।

7 thoughts on “দেখা হবে

  1. সুন্দর এবং রোম্যান্টিক একটি কবিতা। অভিনন্দন কবি রোখশানা রফিক। ধন্যবাদ।

  2. তোমার চোখের গভীরে খেলা করে
    চৈতালী রোদ নিঝুম দুপুর,
    হৃদয়ে কলকল পদ্মার ঢেউ
    গুনে গুনে ক্লান্ত আমি।
    তবু এই প্রাণে অবিরত
    কোলাহল যেন ফেনায়িত
    সমুদ্র তরঙ্গ ঢেউ ভাঙ্গে
    বালুকাবেলায়। অসাধারণ https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. লেখা প্রকাশিত হলে পাঠক মন্তব্যের উত্তর দেয়াটা সুন্দর হয় আপা। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।