বিমূর্ত ছায়া সঙ্গী

আমি যা পেয়েছি তার তুলনায় তুই অতি নস্যি
কথায় কথায় ক্ষেপে যাওয়া
বাংলা পাঁচের মত তোর চেহারাটা নিয়েও ক্ষেপাতো বন্ধুরা
আমি কখনো গায়ে মাখিনি বলে রক্ষে পাওয়া!
আমার আর পরীর সংসারে কোন কিছুর অভাব নেই
বিত্ত ভৈবব! সব আছে সব
আমার জন্য পরীর ভালোবাসা অফুরান
সন্ধ্যা হবার আগে পথ চেয়ে বসে থাকে কফি হাতে
আমি হীনা এক মুঠো ভাত মুখে নিতে তার বিবেকে বাঁধে
আমি; আমিই তার সব!
তার কল্পনার ছায়া সঙ্গী আমি
আমি ছাড়া যেন তার জীবনটা অচল
এক বিন্দু ভালোবাসা হয়তো খুঁজে পাওয়া দায়
যা দেয়নি আমায় উজাড় করে!
আমার নদীতে ভালোবাসার ঝড়ে প্লাবন প্রতিনিয়ত
আমি ভাসি সুখের গঙ্গায়-
যা চেয়েছি, পেয়েছি তার চেয়ে বেশি
পরী আসলে রূপে গুণে সত্য এক পরীই বটে।
তবুও,
শ্রাবণে প্লাবনে, নিশিথ স্বপনে
নিঃসঙ্গতার ছোট্ট কোন এক আবকাশে
কেন বার বার ভেসে আসে সেই বাংলা পাঁচের মত চেহারাখানি!

10 thoughts on “বিমূর্ত ছায়া সঙ্গী

  1. "শ্রাবণে প্লাবনে, নিশীথ স্বপনে
    নিঃসঙ্গতার ছোট্ট কোন এক আবকাশে
    কেন বার বার ভেসে আসে সেই বাংলা পাঁচের মত চেহারাখানি!"

    অসাধারণ প্রিয় কবি। কবিতায় অভিনন্দন জানালাম। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. * ধন্যবাদ প্রিয় প্রেরণাদাতা মুরুব্বী… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      ভালো থাকুন সবসময়। 

  2. আপনার সরল লেখা গুলোন সত্য হৃদয়ছোঁয়া। অভিনন্দন প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. * প্রিয় কবি দি, অনেক অনেক শুভ কামনা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      শুভরাত্রি। 

  3. আহা কেন… আর এই কেনই আপনার শিল্পীসত্তা। এই কেনই শুধু​​​​​ পারে সব অসুন্দর জঞ্জাল ঝেড়ে মুছে পৃথিবীতে শান্তি আনতে। 

    সুন্দর কবিতা। অফুরন্ত শুভেচ্ছা।     

    1. * ধন্যবাদ প্রিয় কবি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      ভালো থাকুন সবসময়। 

  4. খুব সুন্দর করে নিজের অনুভূতি পাঠকের কাছে পৌঁঁছে দিয়েছেন। অসাধরণ ! 

  5. * অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    ভালো থাকুন নিরন্তর। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।