NF_1_ (42) - Copy

বিভিন্ন দেশের জাতীয় ফুল – ০৪

পৃথিবীর প্রায় প্রতিটি দেশেরই জাতীয় ফুল রয়েছে। হাতে গোনা দুই-একটি দেশ তাদের জাতীয় ফুল নির্বাচন করেনি এখনো।
এই লেখায় পৃথিবীর প্রায় প্রতিটি দেশেরই জাতীয় ফুলের ইংরেজী নাম, বৈজ্ঞানীক নাম ও ফুলের ছবি দেয়া হবে।

যে ফুল গুলির বাংলা নাম আমার জানা আছে সেগুলির বাংলা নামও দেয়া থাকবে।
যে ফুল গুলির বাংলা নামের ঘর ফাঁকা থাকবে বুঝতে হবে সেটির বাংলা নাম আমার জানা নেই।
আপনাদের কারো জানা থাকলে মন্তব্যে জানালে সেটি যোগ করে দেয়া হবে।

প্রতি পর্বে ১০টি করে দেশের নাম ও তাদের জাতীয় ফুল দেখানো হবে।
দেশের নামগুলি ইংরেজী বর্ণানুক্রমিক সাজানো হবে।

৩১। দেশের নাম : Czech Republic চেক প্রজাতন্ত্র

জাতীয় ফুলের নাম : গোলাপ [গোলাপী]
ইংরেজী নাম : Rose
বৈজ্ঞানিক নাম : Rosa

ছবি তোলার স্থান : মোঘল গার্ডেন, শ্রীনগর, কাশ্মীর, ভারত।
তারিখ : ২৮/০৫/২০১৫ ইং

৩২। দেশের নাম : Denmark ডেনমার্ক

জাতীয় ফুলের নাম : ডেইজি
ইংরেজী নাম : Paris Daisy, Marguerite, Marguerite Daisy
বৈজ্ঞানিক নাম : Argyranthemum Frutescens

ছবি তোলার স্থান : বেতাব ভ্যালি, পেহেলগাম, ভারত।
তারিখ : ২৭/০৫/২০১৫ইং

৩৩। দেশের নাম : Ecuador ইকোয়াডর

জাতীয় ফুলের নাম : গোলাপ [গোলাপী]
ইংরেজী নাম : Rose
বৈজ্ঞানিক নাম : Rosa

ছবি তোলার স্থান : মোঘল গার্ডেন, শ্রীনগর, কাশ্মীর, ভারত।
তারিখ : ২৮/০৫/২০১৫ ইং

৩৪। দেশের নাম : Egypt মিশর

জাতীয় ফুলের নাম : মিশরিয় সাদা শাপলা
ইংরেজী নাম : Lotus, White Egyptian lotus
বৈজ্ঞানিক নাম : Nymphaea Lotus
ছবি : উইকি

৩৫। দেশের নাম : Estonia এস্তোনিয়া

জাতীয় ফুলের নাম : কর্ণফ্লাওয়ার
ইংরেজী নাম : Corn-flower, Bachelor’s Button Centaurea
বৈজ্ঞানিক নাম : Centaurea Cyanus
ছবি তোলার স্থান : সামরিক জাদুঘর, ঢাকা।

৩৬। দেশের নাম : Ethiopia ইথিওপিয়া

জাতীয় ফুলের নাম :
ইংরেজী নাম : Calla Lily, arum lily
বৈজ্ঞানিক নাম : Zantedeschia aethiopica
ছবি : উইকি

৩৭। দেশের নাম : France ফ্রান্স

জাতীয় ফুলের নাম :
ইংরেজী নাম : Iris, Stylized Lily
বৈজ্ঞানিক নাম :
ছবি : উইকি

৩৮। দেশের নাম : French Polynesia পলিনেশিয়া

জাতীয় ফুলের নাম : তাহিতিয়ান গন্ধরাজ
ইংরেজী নাম : The Tiare
বৈজ্ঞানিক নাম : Gardenia Taitensis
ছবি : উইকি

৩৯। দেশের নাম : Finland ফিনল্যাণ্ড

জাতীয় ফুলের নাম :
ইংরেজী নাম : Lily-of-the-Valley
বৈজ্ঞানিক নাম : Convallaria Majalis
ছবি : উইকি

৪০। দেশের নাম : Germany জার্মানি

জাতীয় ফুলের নাম : কর্ণফ্লাওয়ার
ইংরেজী নাম : Corn-flower, Bachelor’s Button Centaurea
বৈজ্ঞানিক নাম : Centaurea Cyanus

ছবি তোলার স্থান : সামরিক জাদুঘর, ঢাকা।


ঘোষণা : প্রায় সবগুলি ফুলের ছবি নেট থেকে, বিশেষ করে উইকি থেকে সংগ্রহ করা হবে। কিছু ছবি আমার নিজের তোলা আছে।

11 thoughts on “বিভিন্ন দেশের জাতীয় ফুল – ০৪

  1. * পরিচিত অপরিচিত অনেক অনেক ফুলের জন্য ফুলেল শুভেচ্ছা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. কিছু ফুলের ছবি নেট থেকে হলেও আপনার আলোকচিত্র বেশী সুন্দর এবং অসাধারণ। শুভ সকাল প্রিয় দস্যু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধন্যবাদ প্রশংসার জন্য।
      নেট থেকে নেয়া ছবিগুলি বাধ্য হয়ে নেয়া। কারণ ঐফুলগুলি আমি কখনো দেখিনি, তাই ছবিও তুলতে পারি নি।

  3. ঘুরে ফিরে গোলপের ছবিই দেখি বেশী সুন্দর লাগে। :) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. এর জন্যই গোলাপকে ফুলের রানী বলে।
      ভাল কথা, পৃথিবীতে প্রায় ৫০০ রকমের গোলাপ আছে।
      সেই সব গোলাপ নিয়ে একটা সিরিজ আছে আমার লেখা।

    1. এটি নেট থেকে নেয়া। আমার এই ফুল দেখার সৌভাগ্য হয়নি।

      1. মিশর যাওয়ার ইচ্ছে আছে ১৬ আনাই। দেখি শিকে কবে ছিড়ে বিড়ালের ভাগ্যে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।