আসি শুধু নিঃশেষ হতে

হৃদয়ের জমিন ক্ষয়ে গেছে তোমার ক্যাকটাস ভালোবাসায়
শেষ রক্ত কণিকা বিলিয়ে দিয়েছি তোমার সতেজতায়
আমি সিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে পড়েছি অদম্য মোহে
রিক্ততার মাঝে স্বপ্নের পালক উড়িয়েছি মুক্ত আকাশে।

সনাতনধারার ভালোবাসা মোহ ভঙ্গের যবনিকাপাতে
আমি খেই হারিয়ে ফেলেছি গিরিসম অগ্যূৎপাতে
নীলিমার মাঝে আত্মবিসর্জনে উন্মাতাল দিনগুলো আজো মনে পড়ে
ভাবি, কেন ক্যাকটাসের আঘাতেও আত্মসংযম আসেনি মম অন্তরে!

ভাবনার অন্ত্যহীন ধূসর জগতে পাখা মেলে শঙ্খচিল
আমি আজো খুঁজে ফিরি ক্যাকটাস ভালোবাসার স্বপ্নিল
বিগলিত স্বপ্নের মাঝে ক্ষয়ে যাওয় হৃদয়ের জমিনে
আজো থরোথরো কাঁপে কচি কিশোলয়; মৃদু হাওয়ার তানে ।

স্বপ্ন পিপাসু স্বপ্ন বুনি ক্ষয়ে যাওয়া স্বপ্ন মন্দিরে
গহীন অরণ্যে পথ খুঁজি পথ হারাবার ছলে অন্ধকারে
নিঃশেষ ভালোবাসা দিয়েছি উজাড় করে নিঃশেষ হবার তরে
আমি বারবার আসি ফিরে ফিরে; বারংবার নিঃশেষ হবো বলে।

18 thoughts on “আসি শুধু নিঃশেষ হতে

  1. বরাবরের মতো পরিস্কার এবং পরিচ্ছন্ন কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    ২৬ শে জানুয়ারী ২০১৯ এর পর এই প্রথম আপনার লিখা পড়ার সুযোগ পেলাম স্যার। 

    1. * কৃতজ্ঞতা সুপ্রিয়।

      মনে হয় খুব কঠিন সময়টা পার করছি>>> আশির্বাদ কাম্য। 

  2. নীলিমার মাঝে আত্মবিসর্জনে উন্মাতাল দিনগুলো আজো মনে পড়ে
    ভাবি, কেন ক্যাকটাসের আঘাতেও আত্মসংযম আসেনি মম অন্তরে!

    সহজ এবং সরল জীবন অনুভূতির লিখা সমূহ ভালো লাগে পড়তে। অভিনন্দন কবি।  

    1. * অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয়,,,, …..https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. ভালোবাসাময় ভালোবাসা কবি দিলওয়ার ভাই। কোথায় ছিলেন এতোদিন !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. * কবি দা, অনেক অনেক ধন্যবাদ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      ব্যস্ততা যে দেয়না অবসর! 

      শুভ কামনা সবসময়। 

  4. খুব সুন্দর প্রিয় কবি দা। আপনাকে মিস্ করেছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. *  দিদি, কৃতজ্ঞতা অশেষ….

      আশির্বাদ করুন যেন নিয়মিত হতে পারি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. * ধন্যবাদ প্রিয় কবি …. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  5. প্রথম লাইন থেকে শেষ লাইন অব্দি একজন দক্ষ কবির শব্দের কারুকার্য পড়লাম। অসম্ভব ভালো লেগেছে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।