স্বীকারোক্তি

তোকে নিয়ে ইদানিং আমি বেশ গর্ববোধ করি
তুই আমাকে ছেড়ে গিয়ে এক মস্ত উপকার করেছিস!
তোকে নিয়ে আমার ভাবনার অন্ত্য ছিলোনা
তোকে নিয়ে আমি যে স্বপ্নে কল্পনার জাল বুনতাম
তা রচনার সাধ্য ছিলোনা কোন কালে!
তোকে জয় করে নিতে পারলে আজ নিজেকে বড্ড অপরাধী মনে হতো
চাল নেই, চুলো নেই, মাথা গুজার ঠাঁই নেই, নেই নেই কিছুই নেই
ছিলো শুধু এক ভাবনার জগৎ, আকাশ কুসুম কল্পনা।

বলতে পারিস হয়তো তোর চেয়ে বেশ সুখেই আছি
নেই পিছুটান, কর্মক্লান্ত পথিকের স্বপ্নের অবসান
বেশ ভালোই আছি। চাহিদার চেয়ে বেশ ভালো যোগান পাচ্ছি
পথ চলতে সাহস পাচ্ছি। পেছন থেকে ডাক শুনতে পাইনে
অন্ন চাই, বস্র চাই, সুখের নীড়ের জন্য একটি আলিশান ফ্লাট চাই
প্রতিবেশীর চেয়ে সবসময় ভালো থাকতে চাই, এমন তাগাদা নেই!
নির্ভার জীবনে আজ বেশ ভালোই আছি।

14 thoughts on “স্বীকারোক্তি

    1. * আমার সবচেয়ে প্রিয় এই ব্লগটি মিস করি ব্যস্ততায়….

      ভালো থাকুন সবসময়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  1. নির্ভার জীবনে আরও ভালো থাকুন কবি হুসাইন ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।