কি সুন্দর চেহারা
কি সুন্দর আঁখি ,
মুক্তার ধারা ঝরে
শুনেছো কি সখি?
শুনেছো কি আমার
এই হৃদয়ের ভাব,
নয়নাভিরাম তুমি
হবে মোর কাব ?
ওহে, কবে আসবে
হ্যাঁ তোমাকেই বলছি,
শতকাল ধরে এ মনে
তোমাকেই ভাবছি!
তুমিহীনা তোমাকে
আর কত ভাববো,
আর কত অমানিশা
এভাবেই কাটাবো?
আর ভালো লাগে না
এভাবেই পেরোতে,
কারন বা অকারন
ইশ! যদি তুমি জানতে!
সুন্দর উপস্থাপনা। কাব্যিকতায় মুগ্ধ হলাম প্রিয়কবি।
শারদ-শুভেচ্ছা জানাই। সাথে থাকুন। জয়গুরু!
অনেক ভালো লাগলো, শুভেচ্ছা জানবেন
লম্বা একটি বিরতির পর আপনার লিখা পড়লাম। আশা করবো ভালো ছিলেন।
সুন্দর প্রয়াশঃ।
পদ্যে শব্দ আর অনুভবের ব্যব্হার ভালো হয়েছে মাহমুদুর রহমান ভাই।
রোম্যান্টিক কবিতা।
কোন কিছু ত্রুটির উর্ধে আমরা কেউ নই। তাই বলে সরাসরি এটা আমরা কখনও বলি না, ভালো লাগেনি। বা ভালো হয়নি। কাউকে প্রশংসা না করতে পারলে ডিসকারেজ করাটা কিন্তু শিক্ষার অংশ নয়। আপনার লিখা খুব ভালো হয়েছে এই দাবী আপনিও করবেন না।
তারপরও লিখার প্রতি সম্মান জানাতে আমার দ্বিধা নেই মাহমুদুর রহমান ভাই।
লিখার চর্চাকে অব্যহত রাখুন ভাই। শুভেচ্ছা।