শ্বেতস্বপ্নের ধূসর রাজ্যে কাশফুল হাওয়ায় ওড়ে
শিশিরস্নাত নরম আলোয় পদ্মবনে নীল পতঙ্গ বাসর রচে
জোনাকিরা যায় হারিয়ে হাঁড় কাপানো শীতের আগে
মাঠে থাকে শেয়াল কুকুর কুয়াশার চাদর গায়ে জড়িয়ে।
শ্বেতস্বপ্ন মলিন হলে অসূর নৃত্য সুযোগ পাবে
জাগো তবে নীলকমলেরা মাতৃভূমি পাহারা দিতে
ফুলের মাঝে কীট থাকে তাই, ফুলের চাষ কি বন্ধ হবে!
নীলকমলেরা হারিয়ে গেলে অসূর নৃত্যে তোমার আমার মৃত্যু হবে।
শ্বেতস্বপ্নের ক্যানভাসেতে ছবি আঁকবো দেশ প্রেমের
শ্বেতস্বপ্ন ধূসর করতে দেবনা আর হায়েনাদের
পদ্মবনে থাকে যদি কীট, মুক্ত করবো সদলবলে
নীলকমলেরা ওঠ জেগে; মানব মুক্তির দীক্ষা দিতে।
সম্প্রীতির এই স্বাধীন দেশে মুক্ত বুদ্ধির চর্চা হবে
স্বাধীনতার বীজমন্ত্রে দীক্ষা নিতে রইবোনা আর পিছু হটে
রফিক সফিক সালামেরা ডাক দিয়ে যায় মুক্তির মিছিল রাজপথে
আজও যেন ডাক দিয়ে যায়, সাম্যের গানের মূর্তপ্রতীক স্বাধীনতার স্বপ্ন পুরুষ মুজিব কন্ঠে।
নীল কমোলেরা পাহারায় কীটের একটা গতি করা দরকার স্বাধীনতা স্বাদ পেতে
সুন্দর ভাবনা কবি
* ধন্যবাদ সুপ্রিয় কবি….
শ্বেতস্বপ্ন মলিন হলে অসূর নৃত্য সুযোগ পাবে
জাগো তবে নীলকমলেরা মাতৃভূমি পাহারা দিতে
ফুলের মাঝে কীট থাকে তাই, ফুলের চাষ কি বন্ধ হবে!
নীলকমলেরা হারিয়ে গেলে অসূর নৃত্যে তোমার আমার মৃত্যু হবে।
অসাধারণ মানের লিখা।
* অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী…..
সাম্যের গানের মূর্তপ্রতীক স্বাধীনতার স্বপ্ন পুরুষ মুজিব কন্ঠে। চমৎকার উধৃতি।
*অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয়….
আপনার প্রতিটি লেখাই ভালো লাগে। দারুণ পরিশীলিত এবং দক্ষ হাতে রচিত।
* কৃতজ্ঞতা অশেষ সুপ্রিয়….
শ্বেতস্বপ্নে বুঁদ হলাম কবি হুসাইন ভাই। দারুণ।
* ধন্যবাদ প্রিয় কবি দাদা….
Good Job.
* Thanks a lot….
অভিনন্দন কবি ভাই।
* ধন্যবাদ প্রিয় কবি….
কবিতাটি আমার কাছে ভাল লেগেছে প্রিয় কবি দা।
* ধন্যবাদ সুপ্রিয় কবিদি….