এসো বন্ধু হরবেলায়-

জীবন সঙ্গী হতে ডাকিনি তোমায়; কোন এক মিথ্যে আশ্বাসে
তোমায় নিয়ে দেব পাড়ি অথৈ সাগর দুর্যোগে আর জলোচ্ছ্বাসে
হৃদয়ের কপাট খুলে দেবে, ঘুমিয়ে নেব চরম সুখে
অনুসূয়া হবে তুমি আমার, হিংসা বিদ্বেষ দূরে রেখে।

যে কথা হয়নি বলা জগৎ মাঝে দ্বিতীয়জনে
সে কথারই ফুল ফোটাবো তুমি আমি সংগোপনে
তোমার আমার অভিধানে অনেক শব্দ যোজন হবে
স্বপ্ন দেখার আঙিনাতে, না শব্দটি মুছে যাবে।

আমার সুখের আঙিনাতে; তোর অধিকার সবার আগে
পুরো সুখের অধিকার চাইলেও নিতে পারিস নির্দ্বিধাতে
কাল বৈশাখির ঝড়ের রাতে সঙ্গে পাবি তুই আমাকে
তিমির রাতে আলোর দ্যুতি জ্বালাবো আমরা দুজন মিলে।

দুর্গম পথের যাত্রী হবো তোর হাতে হাত রেখে
মিথ্যে ছলনায় ভুলবো না আজ প্রেয়সির কোন মিথ্যে আশে
তুষার পাতের ঝড়ের রাতে কেউ রইবো না পিছে পড়ে
বন্ধুর হাতে হাত রেখে আজ পাড়ি দেব নীল সাগরে।

কন্টকপথের যাত্রী হতে আয় ছুটে আয় বন্ধুর বেশে
লোভ লালসা দূরে ঠেলে ক্যাকটাস প্রেমের ভালোবেসে
রক্ত গোলাপ ফুটবে পথে, জ্বলবে আলো দিকে দিকে
আলোর মশালে তিমির রাতে দুঃখ যাবে দূরে সরে।

হৃদ জমিন খুলে দেবে দ্বার, মুছে দিয়ে মিথ্যে অহঙ্কার
জগৎ মাঝারে বন্ধু তুমি; মহাকাব্যের তুমিই অলঙ্কার।

14 thoughts on “এসো বন্ধু হরবেলায়-

  1. হৃদ জমিন খুলে দেবে দ্বার, মুছে দিয়ে মিথ্যে অহঙ্কার
    জগৎ মাঝারে বন্ধু তুমি; মহাকাব্যের তুমিই অলঙ্কার।

    পারফেক্ট মূল্যায়ণ। বন্ধু যদি বন্ধু'র পাশে না ই দাঁড়ায় তবে সে কিসের বন্ধু।
    শুভেচ্ছা রইলো স্যার। শুভ সকাল।

    1. * ধন্যবাদ সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আজকাল আপনার কবিতায় পূর্ণতা খুজেঁ পাই। যেন প্রাণঢালা কবিতা দিলওয়ার ভাই। 

  3. তোমার আমার অভিধানে অনেক শব্দ যোজন হবে
    স্বপ্ন দেখার আঙিনাতে, না শব্দটি মুছে যাবে।

    সেটাই ভালো হবে কবি ভাই। অভিনন্দন জানবেন। :)

  4. জগৎ মাঝারে বন্ধু তুমি; মহাকাব্যের তুমিই অলঙ্কার।

    ভালোবাসা কবি হুসাইন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. * প্রিয় কবি দা, অনেক অনেক ধন্যবাদ…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. আপনার কবিতা পড়লে মন ভাল হয়ে যায় প্রিয় কবি দা। শুভরাত্রি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. * প্রিয় কবি দি, আপনাদের অনুপ্রেরণায় এ পথ চলা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      শুভরাত্রি।

    1. * ধন্যবাদ প্রিয় কবি….https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      সালাম জানবেন্ ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।