রুক্ষ শহর স্বার্থবাদী মানুষ,
প্রচার প্রসার লোভী!
টাকার গরমে কিনতে
চায় এই পৃথিবী।
পথে যেতে যেতে কি মনে করে
একটি অনাথ বালক,
অবাক চোখে তাকিয়ে রয়
দৃষ্টি অপলক।
একমুঠো খাবার একটু পানি,
জোটেনিকো তার এবেলা,
মানুষের জঙ্গলে পেয়েছে সে
কেবলি নিদারুণ অবহেলা।
সারি সারি কত খাবার,
কত রকমের পদ।
দেখে দেখে সুখ পায় সে,
এমন ই বোকা নির্বোধ।
কলের জল সঙ্গী যে তার,
ডাস্টবিন খাবার টেবিল।
কুড়িয়ে খেয়ে তৃপ্তির হাসি
হাসে সে অনাবিল।
পোষাকটি তাহার শতছিন্ন
ছিন্ন তাহার হৃদয়।
এত বড় এই পৃথিবীতে তার,
কেউতো আপন নয়!!!
হায় বিধাতা কেন তারে তুমি
সৃজিলা ভুবন মাঝে ?
কেন তার তুমি এত পরীক্ষা নাও
প্রতিদিন সকাল সাঁঝে।
"পোষাকটি তাহার শতছিন্ন ছিন্ন তাহার হৃদয়।
এত বড় এই পৃথিবীতে তার, কেউতো আপন নয়!"
সামাজিক অনেক ক্ষেত্রেই আমাদের পথশিশুদের প্রতি বৈষম্য প্রকট হয়ে আছে।
ধন্যবাদ মুরুব্বী ।
ভালো থাকবেন
চোখ খুলুক সমাজের
অনেক অনেক শুভেচ্ছা রইলো
সমাজের এই অনাথ শিশুদের দেখলে আমার মনটা বিষণ্ন হয়ে যায়। যদি কিছু করা যেতো!!
অনেক ধন্যবাদ
ভালো লিখেছেন কবি ভাই।
সকল পথশিশুদের জন্য ভালোবাসা রাখি সবসময়। ভালোবাসা কবি ইসিয়াক ভাই।
সৌমিত্রদা কেমন আছেন ?
শুভকামনা রইলো
সৌমিত্র চক্রবর্তী ভালো আছে ভাই। ধন্যবাদ।

হায় বিধাতা কেন তারে তুমি
সৃজিলা ভুবন মাঝে ?
কেন তার তুমি এত পরীক্ষা নাও
প্রতিদিন সকাল সাঁঝে।
* বিধাতার বিধি অলঙ্ঘনীয়…
অনেক অনেক শুভেচ্ছা রইলো
ভালো থাকবেন
কেন তার তুমি এত পরীক্ষা নাও
প্রতিদিন সকাল সাঁঝে।
সুপ্রভাত দিদি ভাই