হবো এবার বিসুভিয়াসের অগ্নি উদগিরিনী বান
পুড়ে যাবে যত জ্বালা যন্ত্রণা; হবো অনির্বান-
কুইনান গিলে নেবো, অমৃত সুধা মেলেনি যখন;
নিরন্তর মরুর বুকে হেটে চলি উদ্ভ্রান্ত পথিক যেমন।
সীমাহীন অনন্ত পথে হতে পারিনি অসীম
আটকে গেছি তোমার মায়া জালে, পরিসর অতি সসীম
আমার আমি হতে পারিনি আমার মত করে,
আমি যে আবদ্ধ আজ তোমার সংকীর্ণ বাহুডোরে।
খুলে দাও বাহুডোর, মেলিবো ডানা; মুক্ত আকাশে
পাড়ি দেবো অসীম পাথারে, নিজেকে ভালোবেসে-
নীল তিমি যেমন পাড়ি দেয় এক সাগর থেকে অন্য সাগরে
ধেয়ে চলে অনন্ত পথে স্বাধীন চিত্তের পরিচয়ে।
আমার আমি আজ হবো প্রলয়ঙ্করী ঝড়ের মত
লন্ডভন্ড হয়ে যাবে যাক ভীতু দুর্বল যত!
সমুদ্রের তলদেশের কম্পনে, মিশে যাক পাথর দেয়াল
বিলীন হয়ে যাক অনিয়মে গড়ে ওঠা শত বেড়া জাল।
মহাযাত্রার যাত্রী হবো না আমি আজ; যাত্রার মাঝ পথে
আমি যে নেমেছি অনন্ত পথে, দেখে যেতে চাই কি আছে পথের শেষে!
দারুণ কবি দিলওয়ার হুসাইন ভাই।
বেশ কিছুকাল আসা হচ্ছে না শব্দনীড়ে, আজ সকাল সকাল ব্লগে এলাম।
* ধন্যবাদ সুপ্রিয়….
কবিতাকে আপনি রীতিমত শৈল্পিক রূপ বা ফরমেটে তুলে ধরছেন কবি হুসাইন ভাই।
* প্রিয় কবি, আপনাদের অনুপ্রেরণায় চেষ্টা করে যাচ্ছি মাত্র। শুভরাত্রি।
মহাযাত্রার যাত্রী হবো না আমি আজ; যাত্রার মাঝ পথে
আমি যে নেমেছি অনন্ত পথে, দেখে যেতে চাই কি আছে পথের শেষে!
* সুপ্রিয় অনুপ্রেরণাদাতা মুরুবাবী, আপনার জন্য শুভ কামনা সবসময়…
আপনার কবিতা পড়লে মুগ্ধ হই কবি ভাই।
* সুপ্রিয়, কৃতজ্ঞতা অশেষ…
খুউবি ভাল লিখেছেন প্রিয় কবি দা।
* প্রিয় কবিদি, অনেক অনেক ধন্যবাদ….
বেশ প্রত্যয় নিয়ে লিখেছেন পড়ে মনে হলো। অভিনন্দন কবি ভাই।
* প্রিয় কবি, অনুপ্রাণিত…
দারুন কবিতা
* ধন্যবাদ প্রিয় কবি….
শুভকামনা কবি
* ধন্যবাদ প্রিয় কবি….