দু’চোখ বেঁধে আমার,
তুমি
দাঁড়িয়ে থাকো দূরে,
তোমায় ছোঁবো ব’লে,
আমি
বেড়াই ঘুরে ঘুরে।
একটু কাছে এসে,
টুকি
দিয়েই পড়ো স’রে,
হাতড়ে মরি আমি,
শুধু
তোমারই খোঁজ ক’রে।
তোমায় ছোঁবার মোহে,
ঘুরি
ভালবাসার ঘোরে,
মুচকি হেসে হেসে,
তুমি
যাওগো দূরে স’রে।
তোমার আমার মাঝে,
এমন
কানামাছির খেলা,
নৃত্যসুখে মেতে,
চলে
নিত্য সারা- বেলা।
দারুণ কবি দা। বেশ কিছুকাল আসা হচ্ছে না শব্দনীড়ে, আজ সকাল সকাল ব্লগে এলাম।
শুভ সকাল কবি শংকর দেবনাথ।
সুন্দর।
শুভেচ্ছায় শুভকামনা কবি মি. শংকর দেবনাথ।
শুভেচ্ছা প্রিয় কবি দা।
সুন্দর পদ্য।