জ্ঞান বিতরণের ফেরিওয়ালা অমর

পলান সরকার
মানুষের কৃতিত্ব থাকে বেচে ইতিহাসে।
মিথ্যা নয় সত্য, কাজের মূল্য বেঁচে থাকে চিরতরে।
বিখ্যাত ব্যক্তিদের থাকে ছন্দ নাম,
তাঁরই মধ্যে একজন “পলান সরকার”।

আলোর জগতে সমাজকে আলোকিত করতে তাঁরই পথ চলা।
হয়েছেন বইয়ের ফেরিওয়ালা।
কখনো গ্রামে,কখনো বিদ্যালয়ে, কখনো হাটে বাজারে করেছেন আলো বিতরণ।

তাঁরই কৃতিত্ব দেখে অনেকেই অবাক,
আজ দুনিয়া জুড়ে সমালোচিত,
বই পড়ায় উদ্বুদ্ধকারী তিনি আর নেই।

রবী ঠাকুর বলেছিলেন, নাম মানুষকে বড় করে না, নামকে মানুষ জাগাইয়া তুলে।
তিনিও তাই করেছেন, ভুলবো না তাঁরই অবদান।

অসীম নাম, দিয়েছে না-কি! তাঁরই অবদান।
বলতে গেলে সময় শেষ তবুও বলি, প্রথম আলো পত্রিকা দিয়েছিল নাম “আলোর ফেরিওয়ালা।

নামের সাথে তাল মিলিয়ে, দিলাম এক নতুন নাম “জ্ঞান বিতরণের ফেরিওয়ালা।

উনি নেই, বলা যাবে না? উনি থাকবেন উনার কৃতি নিয়ে নতুন এক মানবের মাঝে।

বই ফেরিওয়ালার আর্দশ অনুসারে,
জগতে তৈরি হবে, হাজারো হাজারো “আলোর ফেরিওয়ালা।”

3 thoughts on “জ্ঞান বিতরণের ফেরিওয়ালা অমর

  1. পলান সরকার এর বিদেহী আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা।

  2. মানুষের কৃতিত্ব থাকে বেঁচে ইতিহাসে।
    মিথ্যা নয় সত্য, কাজের মূল্য বেঁচে থাকে চিরতরে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. পলান সরকার এর প্রতি বিনম্র শ্রদ্ধা। চারিদিকে এমন মানুষের বড়ই আকাল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।