আমায় যদি কেউ প্রশ্ন করে

আমায় যদি কেউ প্রশ্ন করে

আমায় যদি কেউ প্রশ্ন করে
পৃথিবীর শেষ কোথায়?
বলবো আমি, যেদিন হবে আমার চিরবিদায়!
আমায় যদি কেউ প্রশ্ন করে
ভালোবাসার অপর নাম কী?
বলবো আমি, যন্ত্রণা ছাড়া আর আছে কী?

আমায় যদি কেউ প্রশ্ন করে
তোমায় কি কেউ ভালোবাসেনি?
বলবো আমি, বেসেছে আমার মা অভাগিনী!
আমায় যদি কেউ প্রশ্ন করে
শিক্ষার শেষ কোথায়?
বলবো আমি, আমার শিক্ষাগুরুর চরণতলায়!

আমায় যদি কেউ প্রশ্ন করে
স্বার্থ ছাড়া কেউ আছে কি?
বলবো আমি, স্বার্থের বাইরে বিধাতাও নেই বাকি?
আমায় যদি কেউ প্রশ্ন করে
ভবে এসে করেছো কী?
বলবো আমি, সৎ কর্মে শুধু দিয়েছি ফাঁকি!

আমায় যদি কেউ প্রশ্ন করে
একদিন চলে যাবে রেখে যাবে কী?
বলবো আমি, ভালোবাসা ছাড়া আর আছে কী?

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “আমায় যদি কেউ প্রশ্ন করে

  1. 'আমায় যদি কেউ প্রশ্ন করে
    স্বার্থ ছাড়া কেউ আছে কি?
    বলবো আমি, স্বার্থের বাইরে বিধাতাও নেই বাকি?' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. মুরুব্বী  সুন্দর মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ শ্রদ্বেয় কবি দাদা। কানের সমস্যার জন্য ব্লগে বেশি সময় দিতে পারছি না বলে দুঃখীত। আশা করি আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

  2. লিখাটি অসাধারন হয়ে নিতাই দা। আজকাল খুব কম দেখি আপনাকে। ভাল আছেন তো?

  3. রিয়া রিয়া  দিদি আমি আজ দীর্ঘ দেরমাস যাবত কানের সমস্যায় ভুগছি। আমি এখন এই সুন্দর পৃথিবীর এক শ্রবন প্রতিবন্ধী মানুষ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।