কেমন আছেন প্রিয় বন্ধুগণ?

কেমন আছেন প্রিয় বন্ধুগণ?

আমার প্রিয় ফেসবুক বন্ধুগণ
কেমন আছেন সবাই?
আমি আছি সেই আগের মতন
দুঃখে কষ্টে দিন কাটাই!

দুঃখ তো আমার জীবনসঙ্গী
যা জন্ম থেকেই শুরু,
থাকবে তা মৃত্যু পর্যন্ত
তা বলে গেছেন গুরু।

দুঃখে যাদের জীবন গড়া
তাদের আবার দুঃখ কী?
সুখ পাখি না দিক ধরা
তার জন্য আর ভাবনা কী?

কামনা আমার সবার জন্য
কেউ যেন থাকেনা দুখে,
সুন্দরভাবে জীবন চলুক
সবাই থাকুক সুখে।

সবার জন্য মঙ্গল কামনায়,
আমি অধম নিতাই বাবু।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “কেমন আছেন প্রিয় বন্ধুগণ?

  1. 'কামনা আমার সবার জন্য
    কেউ যেন থাকেনা দুখে,
    সুন্দরভাবে জীবন চলুক
    সবাই থাকুক সুখে।'

    ফেসবুকে তো বন্ধু আছিই তারপরও ব্লগ থেকে জানালাম অভিনন্দন। ভালো আছি। :)

    1. অনেকদিন ধরে ফেসবুক সহ আর অনেক সাইটে সবর থাকতে পারিনি শ্রদ্ধেয় কবি দাদা। তাই কিছু লিখে ফেসবুকে হাজিরা কার্ডটা জমা দিলাম, জানান দিলাম। আশা করি ফেসবুক সহ ব্লগের সবাই ভালো আছে এবং থাকবেও।

  2. অভিনন্দন প্রিয় নিতাই বাবু। ভালোবাসা জানবেন। ভালো আছি। :)

    1. অনেকদিন ফেসবুকে ছিলাম না দাদা। তাই একটা কিছু লিখে সবাইকে জানান দিলাম। ভালো থাকবেন শ্রদ্ধেয় দাদা।

  3. :) বেশ ভাল আছি নিতাই দা। আশা করবো এখন আপনি অন্তত ভাল আছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আমি আছি দিদি, খুবই ভালো আছি। ঈশ্বর যখন যেই অবস্থাতেই রাখে, সেই অবস্থাই আমার জন্য মঙ্গল মনে করি। ঈশ্বর সবার মঙ্গল করুক সেই কামনাও করি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।