মা জাতির কতো নাম!

মা জাতির কতো নাম!

মা তুমি মেয়ে, তুমি নন্দিনী, তুমি দুলালী
মা তুমি তনয়া, তুমি সূতা,
মা তুমি আত্মজা, তুমি পুত্রী,
মা তুমি কন্যা, তুমি তনয়া, তুমি দুহিতা।

মা তুমি বউ, তুমি বধূ, তুমি স্ত্রী,
মা তুমি পত্নী, তুমি সহধর্মিণী,
মা তুমি জায়া , তুমি ভার্যা,
মা তুমি বেগম, তুমি বিবি, তুমি গৃহিণী।

মা তুমি কলত্র, তুমি অর্ধাঙ্গী,
মা তুমি জীবন সাথী, তুমি কামিনী,
মা তুমি দারা, তুমি বনিতা,
মা তুমি গিন্নী, তুমি রমণী, তুমি সীমন্তিনী।

মা তুমি মা, তুমি মাতা, তুমি নারী,
মা তুমি জন্মদাত্রী, তুমি জননী,
মা তুমি অঙ্গনা, তুমি ললনা,
মা তুমি কান্তা, তুমি ভাসিনী, তুমি গর্ভধারিণী।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

10 thoughts on “মা জাতির কতো নাম!

  1. 'মা তুমি মা, তুমি মাতা, তুমি নারী,
    মা তুমি জন্মদাত্রী, তুমি জননী,
    মা তুমি অঙ্গনা, তুমি ললনা,
    মা তুমি কান্তা, তুমি ভাসিনী, তুমি গর্ভধারিণী।'

    অসাধারণ প্রিয় কবি মি. নিতাই বাবু। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. মা হলেন আমার স্বর্গ। বাবা আমার স্বর্গের দরজা । সেই মা বাবাকে আমি আজও চিনতে পারিনি। কারণে অকারণে কত যে কষ্ট তাঁদের দিয়ে থাকি, তার কোনও হিসেব নেই। মহান সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবেন কি? 

      শুভেচ্ছা প্রতিক্ষণ শ্রদ্ধেয় কবি দাদা।

  2. দাদা সত্যি অতুলনীয়। মা হচ্ছে স্বর্গ।

     

  3. “জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী”।

    “মা আমার মাটি আমার”।

    অথচ তবুও–

    মাটির মাকে পূজি মোরা
    আসল মাতা কাঁদছে ঘরে,
    জনমদুখী মা কাঁদছে তাই
    মায়ের চোখে অশ্রু ঝরে।

     

    সুন্দর উপস্থাপনা। কবিকে শ্রদ্ধা জানাই।
    সাথে থাকুন, পাশে রাখুন।
    জয়গুরু!

    1. মা আমার স্বর্গের ফুল । মা আমার স্বর্গ ।

      শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় সৌমিত্র দাদা।

  4. আসলেই তাই। মা জাতির কতো নাম !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. মা তুমি কান্তা, তুমি ভাসিনী, তুমি গর্ভধারিণী। প্রণাম কবি দা। 

    1. আমার মা বেঁচে নেই দিদি। প্রতি দুই একমাস পরপর মা এবং বাবার শ্মশানে গিয়ে প্রণাম করি, আশীর্বাদ চাই, প্রার্থনা করি।

  6. মা কথাটা ছোট্ট অতি । কিন্তু এই মায়ের ভালবাসার গভীরতা বলে বোঝানো যাবে না। চমৎকার প্রকাশ কবি নিতাই বাবু। সুন্দর আপনার কবিতার থিম। শুভ কামনা আপনার জন্য।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আপনার সুন্দর গমনশীল মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি। আশা করি ভালো থাকবেন ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।