তোমার জন্য শুধু তোমারই জন্য
সময়কে ছাপিয়ে যেতে যেতেও
অদ্ভুত মহাশূন্যতায় থমকে যাই।
মনে পড়ে সেদিনের তাথৈ সময়
সেদিনের নড়বড়ে চৌকির আওয়াজ।
তোমার জন্য এই দিগ্বিদিক ভুলে
কয়েকশো কিলোমিটার দৌড়ানো
অনন্ত মহুয়ার নেশায় ঝাঁ ঝমঝম
বৃষ্টিতে ভিজে চুপচুপ …
তবুও সর্বব্যাপী স্বস্তির আবহ ছেয়ে যায়,
তোমার জন্যই তো শুধু।
সঞ্চারীতে মাঝেমাঝে অভিমান রেখা
মাঝেমাঝে উচ্ছ্বাসের রঙিন ঝালর
আর একরোখা বাইসন হয়ে
ধেয়ে চলা আমার সমস্ত সত্বায় বাস
করা উন্মুক্ত আবেগের রাশি,
সব তোমারই জন্য শুধু
তোমার জন্যই …
সময়কে ছাপিয়ে যেতে যেতেও
অদ্ভুত মহাশূন্যতায় থমকে যাই।
তোমার জন্য শুধু তোমারই জন্য … ।
ধন্যবাদ প্রিয় ভাই। ভালোবাসা জেনো।
মনোমুগ্ধকর লেখা।
ধন্যবাদ কবি রাশেদ ভাই।
মুগ্ধতা রইলো,,,, শুধু তোমারই জন্যে,, ,
শুভেচ্ছা জানবেন
ধন্যবাদ কবি সুজন ভাই।
শ্রদ্ধেয় সৌমিত্র দাদা, প্রণাম গ্রহণ করুন ! আপনার লেখা পড়ে বরাবরের মতো এবারও মুগ্ধ হলাম।
শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় দাদা।
ধন্যবাদ নিতাই বাবু। প্রণাম।
সব তোমারই জন্য শুধু
তোমার জন্যই….
কবিতার শেষাংশে ,
সব তোমারই জন্য শুধু
তোমার জন্যই… চমৎকার অভিপ্রায় ফুটে উঠেছে।
মনোমুগ্ধকর পরিবেশন প্রিয় কবি দাদা সৌমিত্র চক্রবর্তী। শুভেচ্ছা নিন।
ধন্যবাদ বোন হাসনাহেনা রানু।