সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে!

সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে!

সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে,
আমার বিদায় ঘণ্টা বাজছে।
বেধে দেওয়া সময় থেকে,
সময় তো কমে যাচ্ছে!

এসেছিলাম যখন এই ভবে,
আগমনী বার্তা জেনেছিল সবে।
জানা নেই বিদায়ের সময়সূচী,
বিদায়ের শেষদিনটি হবে কবে?

এসেছিলাম ভবে পরের জন্য,
যা করেছি শুধু নিজের জন্য।
ক্ষুধার্তের মুখে দেইনি আহার,
নিজে খেয়ে হয়েছি ধন্য!

হয়েছি রাজা বনেছি ক্ষমতাবান,
আছে অর্থসম্পদে নাম কাম।
এখন সবকিছুই অসহ্য যন্ত্রণা,
যা করেছি সব সৃষ্টির বদনাম!

সময় যেদিন ফুরিয়ে যাবে
রাজপ্রসাদ দিয়ে কী হবে?
বুঝি না সময় হাতে থাকতে,
গড়েছি যা সব পড়েই রবে!

এখন সময় ফুরিয়ে যাচ্ছে,
শরীর দিনদিন অবসন্ন হচ্ছে।
আহার, নিদ্রা হ্রাস পাচ্ছে,
মনে হয় বিদায় ঘণ্টা বাজছে!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

14 thoughts on “সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে!

  1. সময় যেদিন ফুরিয়ে যাবে
    রাজপ্রসাদ দিয়ে কী হবে?
    বুঝি না সময় হাতে থাকতে,
    গড়েছি যা সব পড়েই রবে!

    ___ সত্যের আলাপ; অপলাপ নয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. মূল্যবান মন্তব্যের জন্য কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি দাদা।

  2. বাস্তব উপলব্ধির বহিঃপ্রকাশ।

    ❤️ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন প্রিয়জন❤️

    1. আপনাকেও অজস্র ধন্যবাদ। সাথে শুভেচ্ছা শুভকামনা । আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় দাদা।

  3. চমৎকার সত‍্যপলব্দী। এটাই আমাদের জীবনের সারকথা । সুন্দর লিখেছেন কবি দাদা।শুভ কামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনার জন্যও রইল শুভকামনা শ্রদ্ধেয় রানু দিদি।

  4. সময় বড্ডো দ্রুত ফুরিয়ে যায়। সময়ের সাথে সাথে আমরাও পাল্টাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ঠিক বলেছেন শ্রদ্ধেয় রিয়া দিদি। আপনাকে অজস্র ধন্যবাদ ।

    1. সময় বেশি নেই শ্রদ্ধেয় দাদা। দিন যাচ্ছে তো সময়যও দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ভালো থাকবেন শ্রদ্ধেয় সৌমিত্র দাদা।

    1. সত্যি শ্রদ্ধেয় কবি দিদি। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। হাতে বেশি সময় নেই। ভালো থাকবেন সবসময় ।

  5. অস্বীকার করবো কোন সাহসে। জীবনেও যেমন বহিরাঙ্গেও তেমন। সময় গড়িয়ে যাচ্ছে। 

    1. দিন যাচ্ছে তো প্রতিদিন ২৪ ঘণ্টা করে মোট আয়ুর সময় থেকে কমেে যাচ্ছে। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে শ্রদ্ধেয় কবি দাদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।