ভ্রুন উপাখ্যান

যা কিছু দৃশ্যমান
সবই তোমার রূপের দ্বিতীয় উপাখ্যান
আমি হাসি খেলি মোচড়াই
শূণ্যে উড়ো চলে বেলুন ফানুস
আমি আঁকি কতো স্বপ্ন সমাচার।

এখানে কি কেউ আছো
আসমান জমিন কাঁপানো অপরাধ সমূহ প্রতিরোধ করবে
এসো তবে বিশুদ্ধ চিত্তে
মানুষ আর শয়তানের সহবাসে হিজড়ার আমদানি
বা পঁচে যাওয়া ভ্রুনের রপতানি বন্ধ করি।

সমকামীতার নগ্ন মিছিল
কি চায় ওরা রাজধানীর মেকি সভ্যতায়
উদভ্রান্ত চিন্তা দর্শন
জানাই লূতের সম্ভাষণ।

মানুষের মধ্যে নারী পুরুষ
আপন নির্মাণশৈণী আদম হাওয়ার মস্তিস্কেরই আসা যাওয়া
আমাকে যেমন চিনতে পারো তুমি
তোমাকে চিনি অঙ্গের ঢেউ।

যতটুকু চাওয়া পাওয়া
যোজনে তোমার বসবাস
মিল আর অমিলের সাহিত্য সোপান
চির নতুনের পথে এক বর্ষাপুরুষকে আবৃত করে
রোদেলা তুমি তোমার ভেঁজাআঁচল।

চলো নিয়মের স্ফুলিঙ্গ হই
লালিত্য স্বপ্নের সহযাত্রী
যুদ্ধ থামাবো বোরাকের আরোহী ডানায়
তুমি ছামুদের ইতিহাস পড়ো
নতুবা নির্যাতীত শব্দেরা আবাবিল হয়ে ছুড়বে পাথর বৃষ্টি
যা চাও অবৈধ রক্তের হোলি খেলা না প্রশান্তির মোহনা।

ফারুক মোহাম্মদ ওমর সম্পর্কে

সত্ত্বার নাগরিকত্ব চাইতে গিয়ে দেখি পথভ্রষ্টতা চেপে বসেছে। প্রার্থনার মতো একা তবু কেন মাথা তোলে দেয়াল? কারা দেয়াল বানায় পৃথিবীর বুকে,কারাই বা ভাঙে এই বাঁধা? দেয়াল তো আসলে মানুষেরই গল্প। লোহা, ইট আর পাথর দিয়ে লেখা। দেয়ালের ইতিহাসে সেঁটে থাকে আবেগ,রাজনীতি আর বাঁধা। আঠা ফুরিয়ে পোস্টারের মতো দেয়ালে ঝুলে থাকে ভয়, প্রতিরোধ, আত্মরক্ষা,অহমিকা অথবা অবিশ্বাসের গল্প। এখানে গদ্যের শরীরে কবিতার মন, জীবন এখানে স্মৃতি, মনে পড়াটাই ভ্রমণ। সমস্ত দেখাই যেন এক গভির অন্তদৃষ্টি। ধ্যানের মধ্যে পাওয়া এক একটি কবিতা যখন হয়ে ওঠে নিরস্ত্র জনগোষ্ঠীর অস্ত্র। তখন কবিতা হয়ে ওঠে উদ্ভাস।

8 thoughts on “ভ্রুন উপাখ্যান

  1. আমাকে যেমন চিনতে পারো তুমি; তোমাকে চিনি অঙ্গের ঢেউ।
    যতটুকু চাওয়া পাওয়া … যোজনে তোমার বসবাস।

    অসাধারণ সাময়িক বাস্তব কবিতা। আপনার জন্য অনেক শুভেচ্ছা ফারুক মি. ওমর। :)

    1. শুভকামনা আপনাকে মুরুব্বী। ভালোবাসা নিবেন।

  2. শব্দ এবং ভাব বিন্যাসে অনেক সমৃদ্ধ একটি কবিতা। শুভেচ্ছা কবি ফারুক মহ. ওমর ভাই।

    1. আপনিও সুন্দর লিখেন। ধন্যবাদ।

  3. গত লেখা গুলোন থেকে এই লেখাটি আমার কাছে অনেক বেশী স্বচ্ছল মনে হয়েছে। সমাজ দর্পণও দারুণ ফুটেছে। আপনার জন্য একরাশ শুভকামনা। একটা কথা বলি, লেখা তো দেবেনই, আমাদের অনেকের লেখাতেও মাঝে মাঝে আসবেন। সম্প্রীতি আর সৌহার্দ্যে ব্লগিং হোক আনন্দের।

    1. সুন্দরের জয় হোক । মানুষ হয়ে জন্মেছি একটু ব্যস্ততা থাকে তবুও আসবো কথা দিলাম।

  4. যা কিছু দৃশ্যমান                                                 সবই তোমার রূপের দ্বিতীয় উপাখ্যান

    আমি হাসি খেলি মোচড়াই

    শূন‍্যে উড়ো চলে বেলুন ফানুস

    আমি আঁকি কতো স্বপ্ন সমাচার। সুন্দর অনুভূতি কবি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।