ছড়ার দেশে
বেড়ায় ভেসে
ছন্দ জলে-বাতাসে,
ছন্দে চলে
ছন্দে বলে
ছন্দে নাড়ে মাথা সে।
শব্দ হাসে
পথের পাশে
মাঠ-ঘাট-বাট-উঠোনে,
ইচ্ছেমতন
শব্দ-রতন
কুড়িয়ে মুঠো মুঠো নে।
ভাবরা নাচে
কাছেকাছে
আলোর দেহ ছড়িয়ে,
ভাবার আগে
আদর-ফাগে
যায় মননে জড়িয়ে।
বিষয় ঘোরে
দোরে দোরে
সাজিয়ে প্রাণের পসরা,
পরশ পেলে
হরষ ঢেলে
যায় হয়ে সব বশ ওরা।
মন্দ-ভুল ও
দ্বন্দ্বগুলো
ফুলের রঙ ও সুবাসে,
দুঃখ-জ্বরা
রুক্ষ-খরা
ভুলেই সবাই খুব হাসে।
ছড়ার দেশে
ভালোর বেশে
আলোর শিশুর মতনই,
ছন্দে-ছড়ায়
সবাই জড়ায়
ছড়ায় প্রাণের রতনই।
ছন্নছাড়ার
নষ্টপাড়ার
কষ্ট ছেড়ে সকলে-
শিশুর বেশে
ছড়ার দেশে
যেতেই পারো শখ হলে।
মুগ্ধতা রইলো শ্রদ্ধেয়,,, ভালো লেখা, ,
শুভেচ্ছা জানবেন
ধন্যবাদ
শুভ সকাল কবি মি. শংকর দেবনাথ।
ধন্যবাদ
৬+৬+৬+ কবিতার ছন্দ সুন্দর হয়েছে কবি শংকর দেবনাথ।
হ্যাঁ, ছয়মাত্রার মাত্রাবৃত্তে লেখা। ধন্যবাদ।
দারুণ হয়েছে কবি শংকর দা। নিজের পোস্টে মন্তব্যের উত্তর দেখলাম। অন্যের পোস্টে মন্তব্য নেই কেন কবি ? শুভেচ্ছা।
ধন্যবাদ
কবির জন্য শুব কামনা রইলো।
ছড়ার দেশ থেকে ঘুরে এলাম। তাইতো কবি দা। আপনি তো এখন আর কোন মন্তব্য দেন না।
ধন্যবাদ
ধন্যবাদ।