মানবতা আর কতদূর?

মানবতা আর কতদূর?

ফায়ার সার্ভিসের থাকে ফাটা পাইপ,
আগুন লাগলে নিভাবে ক্যামনে?
সেই ফাটা পাইপ টিপে ধরে–
নাঈম আসলো মানবতার সামনে।

এরপর নাঈমকে নিয়ে শুরু হলো,
কতরকম মানবতার আবিষ্কার!
কেউ দিলো বিদেশি ডলার,
কেউ দিলো মানবতার পুরস্কার!

নুসরাত জাহান ছিলেন প্রতিবাদিনী,
অধ্যক্ষের কুপ্রস্তাব করেছিল ফাঁস!
তাইতো তাঁর জীবন গেলো,
মানবতার কি হয়নি সর্বনাশ?

নাঈমকে নিয়ে করলো ফালাফালি,
নুসরাতকে মারলো আগুনে পুড়ে!
এ কেমন আমাদের মানবতা?
সত্যিকারের মানবতা আর কতদূরে?

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

13 thoughts on “মানবতা আর কতদূর?

  1. নাঈমকে নিয়ে করলো ফালাফালি,
    নুসরাতকে মারলো আগুনে পুড়ে!
    এ কেমন আমাদের মানবতা?
    সত্যিকারের মানবতা আর কতদূরে?

    প্রশ্নটার উত্তর অধরাই হয়ে আছে। 

    বাস্তবতা নিয়ে অনেক সুন্দর লিখেছেন ।

    শুভেচ্ছা জানবেন ।      

    1. দিনদিন আমাদের মন মানসিকতা কেমন যেন হয়ে যাচ্ছে! তাই মানবের মানবতাও ধ্বংস হয়ে যাচ্ছে,শ্ররদ্ধে দাদা।

  2. সত্যিকারের মানবতা আর মানবিকতা অযুত ক্রোশ দূর। জয় হবে পৈশাচিকতার। পাষণ্ড পশুদের। :(

    1. তাই তো দেখতে পাচ্ছি, শ্রদ্ধেয় কবি সুমন দাদা। তাই দিনদিন হচ্ছে আমাদের অধঃপতন।

       

  3. একটার পর একটা। আবার একটার পর একটা। নাভিশ্বাস উঠে গেছে। কী দুঃসময় !!

    1. আপনার ভালোবাসা আর অনুপ্রেরণায় আমার শব্দনীড়।

      বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা সহ শুভকামনা রইল।

  4. এ কেমন আমাদের মানবতা? সত্যিকারের মানবতা আর কতদূরে? :(

    ভালো থাকুন নিতাই বাবু। নতুন বছরের শুভকামনা।

    1. বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা রইল, শ্রদ্ধেয় কবি দাদা।

  5. মানবিক বা মানবিবকা ভুলে যেতে হবে। বৈশাখের শুভেচ্ছা নিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা রইল, শ্রদ্ধেয় রিয়া দিদি। আশা করি সপরিবারে ভালো থাকবেন ।

  6. রিল্যাক্স কবি। বাংলা নববর্ষের শুভেচ্ছা।  

    1. বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা রইল, শ্রদ্ধেয় কবি শাকিলা দিদি। আশা করি সপরিবারে ভালো থাকবেন। 

  7. আমাদের মানবতা দিন দিন ভোঁতা হয়ে যাচ্ছে।যার কোন মূল্য নেই।শুভ কামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।