আমিই বড় শয়তান

আমিই বড় শয়তান

কোথায় শয়তান কোথায় ফেরেশতা
কোথায় আবার দেবতা?
আমি নিজেই থাকি বহুরূপে,
নির্দোষ মহান বিধাতা।

বহু সাজে সাজি আমি,
সাজি গুণ্ডা মস্তান।
আরও সাজি সাধু সন্ন্যাস,
সাজি মানুষরূপী শয়তান।

স্বর্গের আশায় গুরু ধরি,
মন্দিরে দেই পূজা।
সদা থাকি শয়তানি কর্মে,
টানি পাপের বোঝা!

কোথায় স্বর্গ কোথায় নরক,
কোথায় আবার বেহেস্ত?
দূরে নয়তো স্বর্গ নরক,
কর্মতেই সব ন্যস্ত!

সৎকর্মে অনুভব করি স্বর্গসুখ,
অসৎকর্মে নরকের যন্ত্রণা।
শয়তানকে দুষি শুধু শুধু,
আপন মনেই শয়তানপনা।

নিজে করি শয়তানি কর্ম,
শয়তানের দোষ দেই!
আমিই হলাম বড় শয়তান,
আমার উপরে আর নেই!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

13 thoughts on “আমিই বড় শয়তান

  1. শয়তান নয়; আমি আপনার ভেতরের মানুষটিকে ভালোবাসি কবি নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. এই সুন্দর পৃথিবীসহ পৃথিবীর সকল জীবের জন্য আমার অবিরাম ভালোবাসা অব্যাহত থাকবে, আমার মৃত্যু পর্যন্ত।  তবে শয়তানরূপী মানুষের জন্য নয়!

      ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি দাদা।

  2. কোথায় স্বর্গ কোথায় নরক,
    কোথায় আবার বেহেস্ত?
    দূরে নয়তো স্বর্গ নরক,
    কর্মতেই সব ন্যস্ত!

    শতভাগ সত্য মি. নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় কবি দাদা। আশা করি ভালো থাকবেন। 

  3. নিজেকে ভীষণ ব্যবচ্ছেদ ঘটিয়েছেন।

    1. যা বাস্তবে তা-ই নিয়ে নিজেকে ভাবি।

      শ্রদ্ধাসহ এক নদী ভালোবাসা থাকলো। 

  4. আপনি হলে আমরা সবাই তাই। 

    1. যা বাস্ত,  তাতো সবার জন্য!  এ নিয়ে অনেক ভাবি। 

  5. কর্ম হোক যথাতথা মন থাকুক সাদা কবি দা। :)

    1. আপনিও ভালো থাকবেন শ্রদ্ধেয় দিদি।

  6. খুব সত্য কথা কাব্যে তুলে এনেছেন। ভালো লেগেছে !

    1. অনেকসময় দেখি, মন্দিরে থাকা পুরোহিত মহাশয় মানুষকে অনেক অনেক জ্ঞান বিতরণ করে থাকে। আবার দেখি সেই পুরোহিত মহাশয় নানারকম অপকর্মে লিপ্ত রয়েছেন। তখনই ভাবি শয়তান কাকে বলে, ফেরেশতা কাকে বলে!

  7. খুব ভালো অভিব্যক্তি। সুন্দর হয়েছে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।