তোকে না চাওয়ার এগুলো কি হতে পারে কারণ?

সুন্দর তো সবাই দেখে
আমি দেখি তোকে,
সুন্দর সবাই চায়
আমি চাই তোকে;

কপালে পড়ে থাকা তোর এলোমেলো চুল
ঘর্মাক্ত নাক
টোল বিহীন মসৃণ গাল
অনুভূতিহীন চোখ
বাঁকানো ঠোঁট
গলার ওপরের ছোট্ট তিলটা
সব
সবকিছুই আমার চাই;
আর তোর রাগ!
অভিমান!
আর সকল বোকামি আচরণ!
আরে, তোকে না চাওয়ার এগুলো কি হতে পারে কারণ?

আমি তোর গায়ের রঙ দেখি না
দেখি তোকে
আমি সৌন্দর্য বুঝি না
বুঝি তোকে,
তুই সেজে থাকলি না আটপৌরে
তাতে আমার কি যায় আসে?
আমি চাই তোকে
শুধুই তোকে;

বাইরে চেয়ে দেখ! কেমন এলোমেলো রৌদ্দুর
আয় ছাতার তলে গরম মাখি দুজনে;

দেখ, দেখ! ঐ যে অস্তগামী বিষণ্ণ লাল সূর্য
আয় বিষণ্ণতায় ডুবে যাই ঠোঁটে ঠোঁটে;

চেয়ে দেখ! কেমন উথাল পাথাল জ্যোৎস্নার ঢেউ
চল না একবার, জ্যোৎস্নাস্নানে;

ঐ দেখ! ঝুমঝুমান্তি বৃষ্টি নেমেছে
আয় ভিজি দুজনে;

আমি ভালোবাসা বুঝি না রে,
বুঝি তোকে।

12 thoughts on “তোকে না চাওয়ার এগুলো কি হতে পারে কারণ?

  1. আমি তোর গায়ের রঙ দেখি না : দেখি তোকে
    আমি সৌন্দর্য বুঝি না : বুঝি তোকে।

    অসাধারণ আপনার উপলব্ধি। প্রণাম জানাই কবি যাযাবর ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ রিয়া

       

      লইজ্জা দিও না 

       

  2. একটি কবিতাকে কিভাবে সত্য কবিতায় গড়ে তোলা যায়, নবীন প্রবীণরা আপনার থেকে শিখে নিতে পারে। কাব্য গাথা ই শুধু নয়, আপনার প্রকাশে আছে অসাধারণ সারল্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আরে কি যে কইন না মুরুব্বী

      হাবিজাবি কথা যে কবিতা হয় তাই তো জানতাম না :( 
       

  3. এ গুলো কোন কারণ হতে পারে না যাযাবর ভাই। আপনি যেমন আছেন তেমনই থাকুন কবি। ভালোবাসা আসবেই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. জীবনে এমন একটি কবিতাই যথেষ্ঠ মনে করি।

    1. অনেক ধন্যবাদ সুমন ভাই

       

      ভালো থাকুন। 

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।