জীবের সেরা মানুষ আমরা
পৃথিবীতে কি নেমে আসছে অন্ধকার?
চারদিকে দেখি হিংসা, নিন্দা, অহংকার!
দেশে দেশে মানবতার করুণ হাহাকার!
চলছে গুলিবর্ষণ, খুন, ধর্ষণ, বলাৎকার!
চলছে টিকে থাকার স্বার্থরক্ষার প্রতিযোগিতা!
করছে হিংস্র জালেমদের রক্ষার সহযোগিতা!
করছে সদা মন্দরা ভালোকে অসহযোগিতা!
ধর্মীয় উপাসনালয় হচ্ছে রক্তমাখা, অপবিত্রতা!
ধর্মের নামে মৌলবাদী হাকছে হুংকার!
করছে বিতাড়িত, পুড়িয়ে করছে ছারখার!
উপকূলে লক্ষলক্ষ মানুষের আর্তচিৎকার!
একী করুণ, নিদারুণ, নির্মম, অত্যাচার?
শিক্ষাঙ্গনে সন্ত্রাস, অবৈধ অস্ত্রের ঝংকার!
শীর্ষ সন্ত্রাসী অপরাধের দিচ্ছে পুরস্কার!
গুণীজন, সম্মানী ব্যক্তিদের করছে তিরস্কার!
এটা কি জীবের সেরা মানুষের কারবার?
এটা কি জীবের সেরা মানুষের কারবার?
হ্যাঁ। এটাই জীবের সেরা মানুষের কারবার। ধর্ম বর্ণ স্বার্থে এরা সবার ঊর্ধে।
খুব সুন্দর উপস্থাপনা।
পৃথিবীতে কি নেমে আসছে অন্ধকার?
চারদিকে দেখি হিংসা, নিন্দা, অহংকার!
দেশে দেশে মানবতার করুণ হাহাকার!
চলছে গুলিবর্ষণ, খুন, ধর্ষণ, বলাৎকার!
আসলেই তাই। জীবের সেরা মানুষ আমরা।
চারদিকে হিংসা, নিন্দা, অহংকার। তারপরও আমরাই জীবের সেরা মানুষ বটে।
সবখানেই আমাদের দুঃখজনক ভূমিকা।
মানুষ বলে দাবি করি কিভাবে?