জীবের সেরা মানুষ আমরা

জীবের সেরা মানুষ আমরা

পৃথিবীতে কি নেমে আসছে অন্ধকার?
চারদিকে দেখি হিংসা, নিন্দা, অহংকার!
দেশে দেশে মানবতার করুণ হাহাকার!
চলছে গুলিবর্ষণ, খুন, ধর্ষণ, বলাৎকার!

চলছে টিকে থাকার স্বার্থরক্ষার প্রতিযোগিতা!
করছে হিংস্র জালেমদের রক্ষার সহযোগিতা!
করছে সদা মন্দরা ভালোকে অসহযোগিতা!
ধর্মীয় উপাসনালয় হচ্ছে রক্তমাখা, অপবিত্রতা!

ধর্মের নামে মৌলবাদী হাকছে হুংকার!
করছে বিতাড়িত, পুড়িয়ে করছে ছারখার!
উপকূলে লক্ষলক্ষ মানুষের আর্তচিৎকার!
একী করুণ, নিদারুণ, নির্মম, অত্যাচার?

শিক্ষাঙ্গনে সন্ত্রাস, অবৈধ অস্ত্রের ঝংকার!
শীর্ষ সন্ত্রাসী অপরাধের দিচ্ছে পুরস্কার!
গুণীজন, সম্মানী ব্যক্তিদের করছে তিরস্কার!
এটা কি জীবের সেরা মানুষের কারবার?

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “জীবের সেরা মানুষ আমরা

  1. এটা কি জীবের সেরা মানুষের কারবার?

    হ্যাঁ। এটাই জীবের সেরা মানুষের কারবার। ধর্ম বর্ণ স্বার্থে এরা সবার ঊর্ধে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  2. পৃথিবীতে কি নেমে আসছে অন্ধকার?
    চারদিকে দেখি হিংসা, নিন্দা, অহংকার!
    দেশে দেশে মানবতার করুণ হাহাকার!
    চলছে গুলিবর্ষণ, খুন, ধর্ষণ, বলাৎকার! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. আসলেই তাই। জীবের সেরা মানুষ আমরা। :(

  4. চারদিকে হিংসা, নিন্দা, অহংকার। তারপরও আমরাই জীবের সেরা মানুষ বটে।

  5. সবখানেই আমাদের দুঃখজনক ভূমিকা। :( মানুষ বলে দাবি করি কিভাবে? 

মন্তব্য প্রধান বন্ধ আছে।