প্রিয়া সাহাকে বলছি

প্রিয়া সাহা,
তুমি করেছো দেশের বদনাম
কুড়িয়েছ অনেক করতালি বাহাবাহা
খানিক বাহাবাহা মনের শান্তি
থাকবে না চিরস্থায়ী কখনওই তাহা!

প্রিয়া সাহা,
তুমি কার প্ররোচনায় কোন লোভে–
বিশ্বনেতাদের কাছে নালিশ দিলে?
আমরা তো সুখেই আছি মিলেমিশে
সুখের ঘরে আগুন দিতে চাও ঢেলে?

প্রিয়া সাহা,
এদেশ তোমার একার নয়
এদেশ হিন্দু মুসলিম সকলের,
আছিও সবাই একে অপরের হয়ে
আছি আমরা রাজনৈতিক সব দলের।

প্রিয়া সাহা,
তুমি করেছো ভীষণ ভুল
এখন থাকবে না তোমার মাথার চুল,
যা করেছে তুমি সবই ভুল
এখন দিবে তুমি সেই ভুলের মাশুল।

প্রিয়া সাহা,
আমরা তো সুখে শান্তিতেই আছি
হিন্দু, মুসলিম, খ্রিস্টান ভাই ভাই হয়ে,
আমরা তো ভালোই আছি, বেশ আছি
তাহলে মিথ্যে কথা বলেছ কার হয়ে?

প্রিয়া সাহা,
জবাব চাই আমরা, জবাব দাও!
নাহয় এদেশ ছেড়ে দূরে চলে যাও!
এদেশে তোমার থাকার অধিকার নেই
তুমি মিথ্যে কলঙ্ক থেকে মুক্তি দাও!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

17 thoughts on “প্রিয়া সাহাকে বলছি

  1. এই সমস্ত জঞ্জাল সুযোগের অপেক্ষায় থাকে এবং ছিলো। দেশের বিরুদ্ধে মিথ্যে কলঙ্ক ছড়িয়ে বেড়ানো সমস্ত প্রিয়া সাহা'দের জন্য একরাশ নিন্দা জানালাম। :(

    1.  এদেশে আমার জন্ম। এদেশের মাটিতে মিশে আছে আমার পূর্বপুরুষদের আত্মা। এদেশের ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলের মাঝে মিলেমিশে বেঁচে আছি। থাকবোও যতদিন এ দেহে প্রাণ থাকে। নিজ মাতৃভূমি নিয়ে মিথ্যাচার সহ্য করা যায় না শ্রদ্ধেয় দাদা। উনি   প্রিয়া সাহা বিশ্বনেতাদের কাছে মিথ্যে তথ্য দিয়ে আমাদের সবাইকে মিথ্যুক বানিয়ে দিয়েছে। উনার বিচার হওয়া দরকার বলে মনে করি।

  2. প্রিয়া সাহা,
    এদেশ তোমার একার নয়
    এদেশ হিন্দু মুসলিম সকলের,
    আছিও সবাই একে অপরের হয়ে
    আছি আমরা রাজনৈতিক সব দলের। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. এদেশে আমার জন্ম। এদেশের মাটিতে মিশে আছে আমার পূর্বপুরুষদের আত্মা। এদেশের ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলের মাঝে মিলেমিশে বেঁচে আছি। থাকবোও যতদিন এ দেহে প্রাণ থাকে। নিজ মাতৃভূমি নিয়ে মিথ্যাচার সহ্য করা যায় না শ্রদ্ধেয় দাদা। উনি   প্রিয়া সাহা বিশ্বনেতাদের কাছে মিথ্যে তথ্য দিয়ে আমাদের সবাইকে মিথ্যুক বানিয়ে দিয়েছে। উনার বিচার হওয়া দরকার বলে মনে করি । 

  3. প্রিয় সাহা কে জানি না। তিনি কি বলেছেন তাও জানি না। তবে তিনি যদি কোন সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে থাকেন, তাহলে তাঁর কাজের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁর জন্য ঘৃণা বরাদ্দ করলাম।

    আমি মনে করি পৃথিবীর সব ধর্মের মৌলবাদীরা জ্ঞানতঃ, কার্যত এক।

    1. উনার মিথ্যে কথার জন্য কি আমাদের সবাইকে এর মাশুল দিতে হবে? তা আমরা দিতে যাবো না। প্রিয়া সাহার ভুলের মাশুল তাকেই দিতে হবে বলে মনে করি।  

  4. কোন জাতপাতের বিচার নয় দাদা — এ দেশদ্রোহী  কুলাঙ্গার নারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সে মুসলিম  হলেও আমরা সবাই তাইই চাইতাম।   

    1.  যা-ই হোক আর নাই বা হোক দিদি, উনি প্রিয়া সাহা মনে হচ্ছে গুটিচালের শিকার। কারণ, সেই মিশনে তো আরও ২৮টি দেশের সংঘটন অংশ নিয়েছিলেন। হোয়াইট হাউস থেকে আর কোনও দেশের প্রতিনিধিত্বের ভিডিও ফুটেজ প্রকাশ হলো না কেন? শুধু প্রিয়া সাহার বক্তব্যটুকুই প্রকাশ পেলো কীভাবে?  প্রশ্ন শুধু এখানেই থেকে যায়।

  5. অথচ আমাদের আইন প্রতিমন্ত্রী বলেছেন এটা একটি তুচ্ছ ঘটনা।

    1. আবার রাষ্ট্রের অনুমতি নেই বলে প্রিয়া সাহার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহি  মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

  6. এমন কথা বলার পূর্বে প্রিয়া সাহার মৃত্যু কেন হলোনা! কয়েকটি কথার দ্বারা দেশের কি পরিমাণ বদনাম হলো! লাজ শরমের মাথা খেয়েছে এই প্রিয়া সাহা। 

    1. প্রিয়া সাহা হয়তো নিজের আখের গোছানোর জন্য নিজের মনোমত সাজানো কথাগুলো বলেছেন। কিন্তু প্রিয়া সাহার মনোবাসনা কি পূরণ হবে? মনে হয় হবে না।       

  7. দেশের নিন্দা করে কিভাবে আর কোন মুখে তিনি দেশে ফিরবেন জানি না। :(

    1. আমার মনে হয় তিনি আর দেশে ফিরছেন না। তিনি তাঁঁর দুই মেয়ের সাথে আমেরিকা থেকে যাবে বলে মনে হয়। 

  8. সম্প্রতি শুনেছি ঘটানাটি। খুবই দুঃখজনক। কেন তিনি এমনটা করলেন বুঝলাম না।
    তার মানসিক সুস্থ্যতা জানা দরকার। 

    1. তিনি এবিষয়ে কিছু ব্যখ্যা দিয়েছে বলে শুনেছি। তিনি বলেছেন, "আমি যা বলেছি, তা  সরকারি হিসাব মতো বলেছি। এখন দেখার বিষয় হচ্ছে, তিনি দেশে ফেরার পর কী অবস্থার সৃষ্টি হয় তা।

      তো রিয়া দিদি, কেমন আছেন? আমি কিন্তু অনেকদিন পর ব্লগে উঁকি দিলাম। আপনারা নিয়মিত আছেন তো?     

  9. আপনাকে আমি বরাবরই পছন্দ করি। এই লেখা পড়ার পর আপনার প্রতি শ্রদ্ধা অনেকগুন বেড়ে গেল। সত্য প্রকাশে আপনি আপোষহীন।

    শুভ কামনা রইল!

মন্তব্য প্রধান বন্ধ আছে।