আমিতো বেশ আছি!

এইতো আমি আছি
কোনরকম বেঁচে আছি,
হয়তো বা ভালো
হয়তো বা কালো
সবার সাথে আছি।

আমি বেশ আছি
খুব ভালো আছি,
দুমুঠো পান্তা ভাতে
বেঁচে যাই তাতে
আমি সুস্থ আছি।

আমি সুখে আছি
খুব শান্তিতে আছি,
জায়গা জমি নেই
জ্বালা যন্ত্রণা নেই
আমি নিরাপদে আছি।

আমি পূজোতে আছি
দুই ঈদেও আছি,
বুদ্ধপূর্ণিমায় বড় দিনে
যিশুখ্রিষ্টের জন্ম দিনে
সবখানে আমি আছি।

আমি স্বাধীনভাবে আছি
স্বাধীন দেশে আছি,
হিন্দু মুসলিম পাশা-পাশি
বৌদ্ধ খ্রিস্টানের কাছা-কাছি
আমিতো বেশ আছি!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

14 thoughts on “আমিতো বেশ আছি!

  1. আমি স্বাধীনভাবে আছি, স্বাধীন দেশে আছি,
    হিন্দু মুসলিম পাশা-পাশি বৌদ্ধ খ্রিস্টানের কাছা-কাছি …
    আমিতো বেশ আছি! ____ অভিনন্দন মি. নিতাই বাবু। এভাবেই ভালো থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. সুন্দর মূল্যবান মন্তব্যের জন্য কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মন্তব্য মানে লেখার অনুপ্রেরণা দান।

  2. সমস্যাহীন জীবন !! এমনটা যদি আমি পেতাম। সুখ আর সুখ। ভালোবাসা নিতাই দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. বর্তমানে সত্যি আমি সমস্যাহীন একজন অধম। আপনাদের সকলের আশীর্বাদে ভালো আছি, সুখে শান্তিতে আছি।

    1. শ্রদ্ধেয় সাজিয়া আফরিন দিদি, আপনাকেও শুভেচ্ছা অভিনন্দন। ভালো থাকবেন সবসময়। 

    1. সত্যি আমি খুবই ভালো আছি দাদা। জ্বালা নেই। যন্ত্রণা নেই। জীবনের আয় ব্যয়ের হিসাব-নিকাশও নেই। 

  3. এভাবেই আরও আরও ভাল থাকা চাই প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. আমি স্বাধীনভাবে আছি
    স্বাধীন দেশে আছি,
    হিন্দু মুসলিম পাশা-পাশি
    বৌদ্ধ খ্রিস্টানের কাছা-কাছি
    আমিতো বেশ আছি!

    বাহ খুব সুন্দর।

মন্তব্য প্রধান বন্ধ আছে।