প্রতিটি দিনই কোনো না কোনোভাবে শেষ হয়
নেমে আসে আগন্তুক রাতের স্বপ্ন অথবা দুঃস্বপ্ন
একবার সে আঁতুড় ঘর ছেড়ে রান্নাঘরে যায়
আরেকবার রান্নাঘর ছেড়ে নির্বাসিত হয় আঁতুড়
ঘরে…
তবুও বিলাসী দিন সবসময় রাতের ঘাড়ে চড়ে!!
মাঝখানে বেড়াবন্দি হয়ে আছি আমি, তুমি, সে;
বলের কাছে জলের কৈফিয়ত
আমলার কাছে মামলার কৈফিয়ত
তবুও….
কৈবর্ত পাড়ায় ঈশ্বর আছে কি নেই সেই বিতর্ক
আমাদের পিছু ছাড়েনা
সনদের জোরে কারো কারো নাগরিকত্ব বাতিল
হয়, ঈশ্বর এসব দেখেও দেখে না….!!
পিপীলিকা যেমন ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়
হোক.. মৃত্যুর স্বাদ একবার আস্বাদন করে
অতিকায় হস্তী সেও সেই একবারই মরে….
কেবল কাপুরুষ, নিন্দুক, জালিম বারবার মরে!!
চমৎকার এবং অসাধারণ মানের কবিতা প্রিয় কবি।
ঈশ্বর এসব দেখেও দেখেন না। কবিতাটির শীর্ষক আর কন্টেন্ট অসাধারণ।
বলের কাছে জলের কৈফিয়ত
আমলার কাছে মামলার কৈফিয়ত
তবুও….
কৈবর্ত পাড়ায় ঈশ্বর আছে কি নেই সেই বিতর্ক।
ঈশ্বর অনেক কিছুই দেখেও দেখেন না। এটা তার মর্জি। বান্দা কেবল অপেক্ষা করতে জানে কবি।
সুন্দর কবিতা। অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
ভালো কবিতা। শুভেচ্ছা জানবেন কবি।
ভালো লিখেছেন। ভালো লেগেছে । শুভেচ্ছা জানবেন।