ফিরাইয়া দে

যেসুম গেরামের বন্ধুগো লগে উড়াইছি ঘুড়ি,
খেলছিলাম ফুটবল, গোল্লাছুট, কানামাছি।
আইস্বা খেইল্লা দিনগুলা কাডাই দিছি!

যেসুম হগলতে মিল্লা সাদাকালা টেলিভিশন দেখতে যাইয়া মাইষের আতে খাইছি কত মাইরগুতা।
ইশকুলে খাইছি মাস্টারের বেতের গুতা!

যেসুম চারআনা দিয়া বুটভাজা, বাদাম, লেবনচুষ, আইসক্রিম, মালাই খাইছি মনে অনন্দ লইয়া।
হারা দুপুর কাডাই দিছি নদীতে হাতরাইয়া।

যেসুম বড়দা’র কান্দে চইড়া মেলায় যাইয়া কিন্না আনতাম, নিমকি, জিলাপি বাতাসা সন্দেশ।
হেই দিনগুলা অহনে অইয়া গেছে নিরুদ্দেশ!

যেসুম মজা খাওনের লাইগা বাবার পকেট থেইক্কা পাঁচপাই, দশপাই চুরি কইয়া রাখছি পলাইয়া!
হেই দিনগুলা কই গেলগা আরাইয়া?

যেসুম ঘুদারা পাড় অইয়া, পাঁচপাই বাঁচানের লাইগা, পরনের হাপপেন্ট খুইল্লা আন্দা-গুন্দা দৌড়াইছিলাম।
দশপাই লগে লইয়া টাউন দেখতে গেছিলাম!

যেসুম চলছিল সিনামা হলে দি রেইন ছায়াছবি। অভিনয় করছিলো, নায়ক ওয়াসিম ওলিভিয়া।
হেই সিনামা দেখছি বই কিননের টেকা দিয়া।

যেসুম বাবার কান্দে চইড়া ঘরতাম! মা’র কোলে আর বড় দিদিগো কোলে কোলে থাকতাম হারাদিন।
সময়, তুই আমারে ফিরাইয়া দে হেইদিন?

যেসুম মা আমারে ছাড়া থাকতে পারতো না, আমিও থাকতে পারতাম না! মা’র গলেই থাকতাম হারাদিন।
সময়, তুই আমারে ফিরাইয়া দে হেইদিন!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

20 thoughts on “ফিরাইয়া দে

  1. যেসুম মা আমারে ছাড়া থাকতে পারতো না, আমিও থাকতে পারতাম না! মা’র গলেই থাকতাম হারাদিন। সময়, তুই আমারে ফিরাইয়া দে হেইদিন! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সময়ের কারণে নিয়মিত হতে পারছি না, শ্রদ্ধেয় দাদা। নিয়মিত হতে আরও দুই একদিন সময় লাগবে। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।         

  2. যেসুম হগলতে মিল্লা সাদাকালা টেলিভিশন দেখতে যাইয়া মাইনষের আতে খাইছি কত মাইরগুতা। ইশকুলে খাইছি মাস্টারের বেতের গুতা! নস্টালজিয়া। :(

    1. সময়ের কারণে নিয়মিত হতে পারছি না, শ্রদ্ধেয় দাদা। নিয়মিত হতে আরও দুই একদিন সময় লাগবে। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় কবি সুমন দাদা।  

  3. সেই সময়ের কথা। ছোটবেলার নিজের সাথে মিলিয়ে নিলাম দাদা। :)

    1. সময়ের কারণে নিয়মিত হতে পারছি না, শ্রদ্ধেয় কবি দিদি। নিয়মিত হতে আরও দুই একদিন সময় লাগবে। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 

    1. ঠিক আপনার জন্যও তা-ই। আশা করি ভালো থাকবেন নিশ্চয়!     

    1. সময়ের কারণে নিয়মিত হতে পারছি না, শ্রদ্ধেয় দাদা। নিয়মিত হতে আরও দুই একদিন সময় লাগবে। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 

    1. সময়ের কারণে নিয়মিত হতে পারছি না, শ্রদ্ধেয় কবি রিয়া দিদি। নিয়মিত হতে আরও দুই একদিন সময় লাগবে। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 

  4. অনেক উপভোগ্য লেখণী ।শুভেচ্ছা রইলো প্রিয় কবি নিতাই দা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় কবি ইসিয়াক দাদা।        

  5. যেসুম হগলতে মিল্লা সাদাকালা টেলিভিশন দেখতে যাইয়া মাইষের আতে খাইছি কত মাইরগুতা।
    ইশকুলে খাইছি মাস্টারের বেতের গুতা!  

    1. সময়ের কারণে নিয়মিত হতে পারছি না, শ্রদ্ধেয় দাদা। নিয়মিত হতে আরও দুই একদিন সময় লাগবে। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় কবি সাঈদ দাদা।   

    1. সময়ের কারণে নিয়মিত হতে পারছি না, শ্রদ্ধেয় দাদা। নিয়মিত হতে আরও দুই একদিন সময় লাগবে। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দিলওয়ার দাদা।  

    1. সময়ের কারণে নিয়মিত হতে পারছি না, শ্রদ্ধেয় দিদি। নিয়মিত হতে আরও দুই একদিন সময় লাগবে। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় কবি শাকিলা দিদি।  

মন্তব্য প্রধান বন্ধ আছে।