দুই গোছা ফুল দেবো-তোমাকে-
হাত বাড়িয়ে দিয়ো হাতির শূড়ের মতো
ভয় নেই মেয়ে, পালাবে না তো-
বেদনার বাগানে একদিন এসে দেখো
হৃদয় পোড়ানো শাদা গন্ধ ওড়ে
তোমার আঙ্গুল যেনো চুপ না থাকে
বলে রেখো তাহারে
আহারে-পায়ের তলায় রেখো পা
আমার ঠোঁট দিয়ে শিস ওড়াবো
অবিশ্বাসের শ্লোক চেপে বারমাস
বুকের ভেতরে নেচে ওঠে বিজয় উল্লাস
অবিশ্বাসের শ্লোক চেপে বারমাস
বুকের ভেতরে নেচে ওঠে বিজয় উল্লাস। অভিনন্দন কবি টিপু সুলতান। শুভ সন্ধ্যা।
অসাধারন অনুভূতি কবি টিপু ভাই। দারুণ।
চমৎকার।
আপনার কবিতা আমার ভালো লাগে প্রিয় কবি।
আনন্দদায়ক উপভোগ্য লিখা
গভীরতম প্রীতি ও শুভেচ্ছা জানুন
দারুণ কবি টিপু সুলতান ভাই। ভালোবাসা।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
অবিশ্বাসের শ্লোক চেপে বারমাস
বুকের ভেতরে নেচে ওঠে বিজয় উল্লাস।
* চমৎকার…
সুন্দর লিখেছেন কবি।