২০২০ইং হোক দুর্নীতিমুক্ত

ইতি টেনেছে ২০১৯ খ্রিস্টাব্দ
স্মৃতিগুলো নীরব নিস্তব্ধ,
শুভাগমন ঘটলো ২০২০ খ্রিস্টাব্দ
আতশবাজির কত শব্দ।

২০১৯’এ ঘটেছিল কতো ঘটনা
ঘটেছে সবকিছুর অবসান,
শুরু হলো ২০২০’র শুভসূচনা
থাকুক শান্তি বিরাজমান।

এসেছে ২০২০ হেসে খেলে
সুখ শান্তির বার্তা নিয়ে,
কত আশা নিয়ে হেলেদুলে
দুর্নীতিমুক্ত শ্লোগান দিয়ে।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

5 thoughts on “২০২০ইং হোক দুর্নীতিমুক্ত

  1. ২০২০ আমাদের জন মানুষের নিরাপত্তার গ্যারান্টি হোক। শুভেচ্ছা কবি। :)

  2. ২০২০ইং হোক দুর্নীতিমুক্ত এমনটাই তো চাই নিতাই দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. শোষণমুক্ত সমাজ গড়ে উঠুকু। আর কি চাই, সবই চলবে আগের মতোই। গো….https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।