ইতি টেনেছে ২০১৯ খ্রিস্টাব্দ
স্মৃতিগুলো নীরব নিস্তব্ধ,
শুভাগমন ঘটলো ২০২০ খ্রিস্টাব্দ
আতশবাজির কত শব্দ।
২০১৯’এ ঘটেছিল কতো ঘটনা
ঘটেছে সবকিছুর অবসান,
শুরু হলো ২০২০’র শুভসূচনা
থাকুক শান্তি বিরাজমান।
এসেছে ২০২০ হেসে খেলে
সুখ শান্তির বার্তা নিয়ে,
কত আশা নিয়ে হেলেদুলে
দুর্নীতিমুক্ত শ্লোগান দিয়ে।
২০২০ আমাদের জন মানুষের নিরাপত্তার গ্যারান্টি হোক। শুভেচ্ছা কবি।
শুভসূচনায় থাকুক শান্তি বিরাজমান। হ্যাপী ২০২০।
২০২০ইং হোক দুর্নীতিমুক্ত এমনটাই তো চাই নিতাই দা।
শোষণমুক্ত সমাজ গড়ে উঠুকু। আর কি চাই, সবই চলবে আগের মতোই। গো….
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি নিতাই দা।