আমাকে থামিয়ে দিতে চাও, হে বিষাদ?
বুকে আমার অতলান্তিক ঢেউ,
চোখে নিযুত স্বপ্নসম্ভার,
প্রাণে সবুজের বসতি।
তুমি কি করে পারবে
থামাতে এ অশ্বের
দুর্বার গতি?
প্রকৃতি মাতা আমার,
পিতা এ বিশ্ব ব্রহ্মাণ্ড।
হাতে নিয়ে জয়ের মাল্য
জন্মেছি আমি ধরণীর বুকে।
আমাকে থামাতে চেও না,
হে বিষাদ। হতাশায় থমকে
যাবে তুমি, যদি গ্রহণের কাল
ছায়ায় ঢেকে দিতে চাও
এমন অমিত সূর্যালোকের প্রভা।
খুবি সুন্দর হয়েছে এই কবিতাটিও। অভিনন্দন কবি আপা।
অসাধারণ একটি কবিতা উপহার দিয়েছেন কবি রোখশানা রফিক। শুভ নববর্ষ।
বিমুগ্ধতা রইলো আপু।
দারুণ কবি বোন রোখশানা রফিক। ভালোবাসায় থাকুন।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দিদি ভাই।
সুন্দর কবিতা।