সত্যি এই সুন্দর পৃথিবীটা গোল!
তাইতো দেখছি সবখানে এতো গণ্ডগোল!
জাগায় জাগায় লেগে আছে হট্টগোল!
দেশ জুড়ে শুনি দুর্নীতিবাজদের শোরগোল!
গোল না হয়ে যদি হতো চারকোণা
তাহলেই মানুষের কান্না শোনা যেতো না
ধর্ষণ বলাৎকারের মতো ঘটনা ঘটতো না
দুর্নীতিবাজরা লুটপাট করতে পারতো না!
বাহ সুন্দর এক ছন্দময় ঝলক পেলাম কবি দা
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা।
পৃথিবী কমলা লেবুর মত
অশেষ ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।
ঠিক বলেছেন কবি নিতাই বাবু। পৃথিবীর আকৃতি কিছুটা ভিন্ন হলে তথাকথিত এই সব দুর্নীতিবাজরা লুটপাট করতে পারতো না। সম্ভবত।
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা।