ট্যাগ আর্কাইভঃ মৃত্যু

আমি মৃত্যুর মিছিলে

এই মৃত্যুর মিছিলে আমিও আছি,
আছে আমার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন।
আমার পূর্বপুরুষেরাও ছিল মৃত্যুর মিছিলে,
ছিল জ্ঞানীগুণী, ফকির, সাধু, অলিগণ।

মৃত্যুর মিছিলে ছিল সন্ন্যাসী, দরবেশ,
ছিল রাজা, বাদশা, মন্ত্রী, মিনিস্টার;
জীবের জীবন মৃত্যুতেই হবে শেষ!
এটাই নিয়ম, কেউ করেনি অস্বীকার!

মৃত্যুর মিছিলে ধ্বনিত হয় বাঁচতে চাই!
এই মিছিলে শ্লোগান দেয়না মরতে চাই!
বিধাতা বলে নিয়ম খণ্ডনের বিধান নাই!
জীবের মৃত্যুই নিশ্চিত, এরচেয়ে সত্য নাই।

ছবি গুগল থেকে।