বুকের মধ্যে অনেক অভাব
দেখলো নাতো কেউ
দিন রাত্রি একই রকম
সাত সাগরের ঢেউ
ভাবনা গুলে ভেবেই মরি
অনুভবহীন সময় পার
কষ্টগুলো কেষ্টর ধন
রইলো নাতো কেউ দেখার
সাত রঙএ সাতটি ধারা
ভালোবাসার মানে
কোন রঙএ তে কেমন প্রেম
কজনেই তা জানে
বলতে শিখি বুজতে শিখি
খুঁজতে শিখি ঢং
এটা হলো ভালোবাসার
আসল মেকি রঙ
বাঁকা চোখে মুচকি হাসি
তোর গলাতে পড়বে ফাঁসি
বুজবিরে তুই এরই জ্বালা
এই প্রেমের রঙ যে কালা
যখন কোন প্রেমে লাগবে গায়ে কাদা,
জাত কুল মান সবই যাবে
দেয়ালটাতে ঠুকবি বসে মাথা
মান সম্মান সস্তা নয় জানিস
এই প্রেমের রঙ সাদা হয় মানিস ।
লিখার মাঝে শব্দ মিল যে কোন লিখাকে অনন্য এক উঁচু মাত্রায় নিয়ে যেতে পারে।
অপূর্ব সৃৃষ্টি।
বেশ ছন্দময়
শুভেচ্ছা রইলো কবি প্রিয় মন দা