পাগলা কুকুর থেকে সাবধান!

এখনকার সময়টা কুকুরের প্রজনন সময়,
তাই কুকুরগুলো ছোটাছুটি করে সবসময়।
মানুষের মাঝেও কিছু সংখ্যক কুকুর আছে,
এসব কুকুরগুলো থাকে মা-বোনদের আগে-পাছে!
সাবধান! মানুষবেশী কুকুর থেকে হও সাবধান!
যদি একবার কামড়ে দেয় মিলবে না সমাধান!
কারণ এসব কুকুরগুলো বড়ভাইদের লালিত,
এরা বড় বড় নেতা-খেতাদের আদরে পালিত।
এরা হিংস্র হায়েনা, কারো-না-কারোর পোষা,
এরা কুকুরছানা, তাই কুকুরের মতো এদের নেশা।
মা-বোনেরা পাগলা কুকুর হতে সাবধান হও!
পাগলা কুকুর নিধনের জন্য রাষ্ট্রের কাছে কও!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

8 thoughts on “পাগলা কুকুর থেকে সাবধান!

  1. এসব কুকুরগুলো বড়ভাইদের লালিত,
    এরা বড় বড় নেতা-খেতাদের আদরে পালিত।

    ___ পাগল কুকুর সমাজের জন্য ক্ষতিকর। এরা ধ্বংস হোক। sad

    1. বর্তমান সময়ে দেশের আনাচে-কানাচেতে গজে ওঠা এসব ধর্ষকরা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে যেভাবে জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করছে। তাতে এদের ডাইরেক্ট ক্রসফায়ারে মেরে ফেললে সরকারের ভাবমূর্তি ততটা ক্ষুন্ন হবে না বলে মনে করি। এদের বাঁচিয়ে রাখা হবে নেহাতই বোকামী! 

      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।               

                 

    1. বর্তমান সময়ে দেশের আনাচে-কানাচেতে গজে ওঠা এসব ধর্ষকরা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে যেভাবে জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করছে। তাতে এদের ডাইরেক্ট ক্রসফায়ারে মেরে ফেললে সরকারের ভাবমূর্তি ততটা ক্ষুন্ন হবে না বলে মনে করি। এদের বাঁচিয়ে রাখা হবে, নেহাতই বোকামী! 

      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।     

    1. আমাদের দেশে এখন ধর্ষকের রাজত্ব চলছে, দিদি। এসব নিয়ে ভাবলে গেলেও খারাপ লাগে। 

      শুভকামনা থাকলো শ্রদ্ধেয়া কবি দিদি।          

    1. এদেশে ধর্ষণের শেষ কোথায়? এদের চেয়ে একসময়ের পাকিস্তানি হানাদার বাহিনী ভালো ছিলো। পাকিস্তানি হানাদার বাহিনীরা বেশিরভাগ ইঁদুরের (হিন্দু) গন্ধ শুকতে। আর এখন একই ধর্মের ভাই বোনের গন্ধ শুকে। ধর্মীয় শিক্ষাগুরু ছোটছোট কোমলমতি বাচ্চাদের পাছার গন্ধ শুকে। হায়রে আমার সোনার বাংলাদেশ! হায়রে আমার সোনার মানুষ! এই দুঃখ কোথায় রাখি?  

মন্তব্য প্রধান বন্ধ আছে।