এখনকার সময়টা কুকুরের প্রজনন সময়,
তাই কুকুরগুলো ছোটাছুটি করে সবসময়।
মানুষের মাঝেও কিছু সংখ্যক কুকুর আছে,
এসব কুকুরগুলো থাকে মা-বোনদের আগে-পাছে!
সাবধান! মানুষবেশী কুকুর থেকে হও সাবধান!
যদি একবার কামড়ে দেয় মিলবে না সমাধান!
কারণ এসব কুকুরগুলো বড়ভাইদের লালিত,
এরা বড় বড় নেতা-খেতাদের আদরে পালিত।
এরা হিংস্র হায়েনা, কারো-না-কারোর পোষা,
এরা কুকুরছানা, তাই কুকুরের মতো এদের নেশা।
মা-বোনেরা পাগলা কুকুর হতে সাবধান হও!
পাগলা কুকুর নিধনের জন্য রাষ্ট্রের কাছে কও!
8 thoughts on “পাগলা কুকুর থেকে সাবধান!”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এসব কুকুরগুলো বড়ভাইদের লালিত,
এরা বড় বড় নেতা-খেতাদের আদরে পালিত।
___ পাগল কুকুর সমাজের জন্য ক্ষতিকর। এরা ধ্বংস হোক।
বর্তমান সময়ে দেশের আনাচে-কানাচেতে গজে ওঠা এসব ধর্ষকরা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে যেভাবে জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করছে। তাতে এদের ডাইরেক্ট ক্রসফায়ারে মেরে ফেললে সরকারের ভাবমূর্তি ততটা ক্ষুন্ন হবে না বলে মনে করি। এদের বাঁচিয়ে রাখা হবে নেহাতই বোকামী!
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
বেশ গাম্ভীর্যপূর্ণ ভাবনা l
বর্তমান সময়ে দেশের আনাচে-কানাচেতে গজে ওঠা এসব ধর্ষকরা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে যেভাবে জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করছে। তাতে এদের ডাইরেক্ট ক্রসফায়ারে মেরে ফেললে সরকারের ভাবমূর্তি ততটা ক্ষুন্ন হবে না বলে মনে করি। এদের বাঁচিয়ে রাখা হবে, নেহাতই বোকামী!
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
ধর্ষকদের প্রতি ঘৃণা
আমাদের দেশে এখন ধর্ষকের রাজত্ব চলছে, দিদি। এসব নিয়ে ভাবলে গেলেও খারাপ লাগে।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয়া কবি দিদি।
এদেশে ধর্ষণের শেষ কোথায়? এদের চেয়ে একসময়ের পাকিস্তানি হানাদার বাহিনী ভালো ছিলো। পাকিস্তানি হানাদার বাহিনীরা বেশিরভাগ ইঁদুরের (হিন্দু) গন্ধ শুকতে। আর এখন একই ধর্মের ভাই বোনের গন্ধ শুকে। ধর্মীয় শিক্ষাগুরু ছোটছোট কোমলমতি বাচ্চাদের পাছার গন্ধ শুকে। হায়রে আমার সোনার বাংলাদেশ! হায়রে আমার সোনার মানুষ! এই দুঃখ কোথায় রাখি?