চোখ থাকতে অন্ধ আমি
থাকি বদ্ধ ঘরে,
পায়ে আমার শিকল বাঁধা
হাঁটতে নিষেধ করে!
গলায় আমার সাঁড়াশি আঁটা
শব্দ করা মানা,
হাত দুটোও বাঁধা আমার
বুকে পাথর খানা!
যেন কারাগারে বন্দী আমি
চার দেয়ালের ভেতর,
নাই যে কোনও আইনের শাসন
সেই দুঃখে কাতর!
5 thoughts on “বন্দী আমি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুশোভিত প্রকাশ।।❤️
শুভকামনা থাকলো দাদা।
কারাগারে বন্দী আমি চার দেয়ালের ভেতর,
নাই যে কোনও আইনের শাসন, সেই দুঃখে কাতর! ___ এক্সিলেন্ট।
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত। শুভকামনা থাকলো দাদা।
বেশ ভাবনাময় কবি দা