কিছু না কিছু ভাবনা রোজই শিঁকেয় তুলে রাখি
নাবালক প্রেম এই বয়সেও ঢেঁকুর তুলতে চায়
পাস্তুরিত হতে চায়…. পাস্তুরিত হয়!
কে জানে না…
যে ঢেউ সমুদ্র মন্থন করে সেও তীরে আশ্রয় চায়
যে খেচর সমস্ত আকাশ মাথায় তুলে পুতুল নাচন নাচে
সেও সাজ প্রহরে রোজ ফিরে আপনার নীড়ে!
কেবল মানুষের কোনো নীড় নেই.. নেই কোনো
পোতাশ্রয়
কেবল স্মৃতির পাঁজরে কিছুটা সময় বুঁদ হয়ে থাকা
আবার যদি নাবালক প্রেম নালিশ দেয়
আবার যদি সাত রাস্তার মোড়ে পাওয়া যায়
উড়ন্ত পাখির ঝাঁক
আবার যদি ভাঙাশামুক ঘুরিয়ে দেয় জীবনের বাঁক!
6 thoughts on “পাঁজর”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
হৃদয় ছোঁয়া লেখনী।❤️
আন্তরিক কৃতজ্ঞতা
সুন্দর কবিতায় শুভেচ্ছা রইলো কবি। শুভ সন্ধ্যা।
আন্তরিক কৃতজ্ঞতা
বেশ ভাবনাময় কবি দা
আন্তরিক ধন্যবাদ