কুকুরের নাম ধলু

147969675_3480

অবহেলিত প্রাণী কুকুর
ভাবলাম! কী রাখি ওর নাম?
সাদার মাঝে কালো রঙ,
ধলু রেখেছি তার নাম!

মোটাসোটা শরীর তার
মনেহয় দেখতে একটা বাঘ,
বাঘের চেয়ে বল তার
ওর চেহারাতেও ভীষণ রাগ।

চুপচাপ বসে থাকে
আবার কখনোবা ঘুমিয়ে থাকে,
চোখ মিলিয়ে যাকে দেখে
ওমনি লাফিয়ে ধরে তাকে।

কখনও কামড়াবে না,
ধরা পর্যন্তই তার শেষ!
চোর ধরা ওর আসল কাজ,
দায়িত্বটা বেশ বেশ বেশ!

প্রভু ভক্ত প্রাণী ধলু
প্রভুর কথা ছাড়া নড়ে না,
অল্প দিলেও অনেক খুশি
বেশিকিছু সে চায় না।

তবুও সে হুকুম মানে
দায়িত্বের হেরফের সে করে না,
প্রভুর পানেই চেয়ে থাকে
বেঈমানী সে বুঝে না।

প্রভুকে সামনে পেলে
লেজ নেড়ে জানায় অভিবাদন,
জাতে বোবা বুদ্ধি বেশি
টের পায় প্রভুর আগমন।

ধলু বুঝে নিয়মনীতি
নিয়মের বাইরে সে চলেনা,
যদিও হয় সে অবহেলিত প্রাণী
বিশ্বাস ভঙ্গ করে না।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “কুকুরের নাম ধলু

  1. ধলু বুঝে নিয়মনীতি
    নিয়মের বাইরে সে চলেনা,
    যদিও হয় সে অবহেলিত প্রাণী
    বিশ্বাস ভঙ্গ করে না।

    ধলু নামটি আমার পরিচিত। আপনার লিখাতে ওর প্রসঙ্গ উঠে এসেছিলো। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. হ্যাঁ, শ্রদ্ধেয় দাদা। ধলুকে নিয়ে শব্দনীড়ে লিখেছিলাম। গতকাল ওর পাগলামি দেখে এই লেখাটা লিখলাম। শুভকামনা থাকলো। 

    1. হ্যাঁ, দাদা। ঠিক তা-ই। ধলু আমার কাছে খুবই আত্মবিশ্বাসী! 

      শুভকামনা থাকলো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।