অবহেলিত প্রাণী কুকুর
ভাবলাম! কী রাখি ওর নাম?
সাদার মাঝে কালো রঙ,
ধলু রেখেছি তার নাম!
মোটাসোটা শরীর তার
মনেহয় দেখতে একটা বাঘ,
বাঘের চেয়ে বল তার
ওর চেহারাতেও ভীষণ রাগ।
চুপচাপ বসে থাকে
আবার কখনোবা ঘুমিয়ে থাকে,
চোখ মিলিয়ে যাকে দেখে
ওমনি লাফিয়ে ধরে তাকে।
কখনও কামড়াবে না,
ধরা পর্যন্তই তার শেষ!
চোর ধরা ওর আসল কাজ,
দায়িত্বটা বেশ বেশ বেশ!
প্রভু ভক্ত প্রাণী ধলু
প্রভুর কথা ছাড়া নড়ে না,
অল্প দিলেও অনেক খুশি
বেশিকিছু সে চায় না।
তবুও সে হুকুম মানে
দায়িত্বের হেরফের সে করে না,
প্রভুর পানেই চেয়ে থাকে
বেঈমানী সে বুঝে না।
প্রভুকে সামনে পেলে
লেজ নেড়ে জানায় অভিবাদন,
জাতে বোবা বুদ্ধি বেশি
টের পায় প্রভুর আগমন।
ধলু বুঝে নিয়মনীতি
নিয়মের বাইরে সে চলেনা,
যদিও হয় সে অবহেলিত প্রাণী
বিশ্বাস ভঙ্গ করে না।
ধলু বুঝে নিয়মনীতি
নিয়মের বাইরে সে চলেনা,
যদিও হয় সে অবহেলিত প্রাণী
বিশ্বাস ভঙ্গ করে না।
ধলু নামটি আমার পরিচিত। আপনার লিখাতে ওর প্রসঙ্গ উঠে এসেছিলো। শুভেচ্ছা।
হ্যাঁ, শ্রদ্ধেয় দাদা। ধলুকে নিয়ে শব্দনীড়ে লিখেছিলাম। গতকাল ওর পাগলামি দেখে এই লেখাটা লিখলাম। শুভকামনা থাকলো।
অসম্ভব আত্মস্পর্শী কথনের নানন্দিক শব্দ চয়ন
হ্যাঁ, দাদা। ঠিক তা-ই। ধলু আমার কাছে খুবই আত্মবিশ্বাসী!
শুভকামনা থাকলো।
অসম্ভব আত্মস্পর্শী কথনের নানন্দিক শব্দ চয়ন ,
শুভকামনা সবসময়।