পথহারা পথিক যদি চায় সে
তার হারানো গন্তব্যের নিশানা,
সঠিক পথ দেখাবে তারে
যেন ছুঁতে পারে গন্তব্যের সীমানা।
ভুল করেও দেখাবে না তুমি
পথিককে বিপদগামী ঐ পথ,
যে পথ থাকে বিপদমুক্ত সদা
দেখিয়ে দিও তাকে মুক্ত জনপথ।
পথিক পাবে সঠিক পথের দিশা
তুমি পাবে স্বর্গের সেরা সুখ,
পথিক বলবে, ‘হে মহান স্রষ্টা–
তুমি তাকে দিওনা কখনো দুখ’!
“যে পথ থাকে বিপদমুক্ত সদা দেখিয়ে দিও তাকে মুক্ত জনপথ।
পথিক পাবে সঠিক পথের দিশা … তুমি পাবে স্বর্গের সেরা সুখ।”
সংসারিক ঝামেলা শেষ হচ্ছে না বিধায়, সময়ও পাচ্ছিনা।
হে পথিক মানবিক হও । মানুষ হও।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দাদা।
অনেক সুন্দর লেখা