তুমি যদি আমার কষ্টের ভাষা না বোঝো
তবে ভালোবাসার ভাষা বোঝায় দ্ব্যর্থহীনভাবে ব্যার্থ
তাহলে চলো আমরা আমাদের পরিষ্কার করি
তোমাকে পাবার জন্য তোমার সমীপে জীবনের সবটুকু অর্জন ধীরে ধীরে করেছি বিসর্জন
এখন অবশিষ্ট রয়েছে একটি শূন্য হ্রদ
এখানে আর নেই কোনো জল নেই কোন রং
চোখের সাগর থেকে ফুরিয়েছি সমস্ত অশ্রু
প্রতিনিয়ত সেই সাগরের উপর ঘনিভূত দুর্বিনীত কালোমেঘ তবুও বৃষ্টি নেই
এখন আমার অবগুণ্ঠন রাত্রির মাঝে
নিজেই নিজেকে করেছি আড়াল
হুট্ করে যদি কেউ এসে বলে ভালোবাসি
তাঁকে দেওয়ার মতো কিছু নেই
কোনোদিন মনোযোগের দৃষ্টি মেলে তাকিয়ে দেখিনি কাছে কিম্বা দূরের চাঁদ,খোলা মাঠ গোলাপ ফুল
কটূক্তি অশ্লীলতা এ যেন আমার কাছে দম বন্ধ হয়ে যাওয়া নিষ্প্রাণ ভাবনা
এই অন্তর জ্বলেপুড়ে খাক মূর্ছিত যন্ত্রণায়
বীনার তারগুলো ছিঁড়ে ছিঁড়ে শেষ হয়েছে
নতুন কোনো তার আর ইন্সটল করা অসম্ভব
তুমি যখন ব্যবহারকারী হিসেবে নিজেকে পরিচ্ছেদ করলে তবে তার মূল্য দেবে কী
এ তোমার লোভনীয় মূর্ছিত নির্লজ্জতা
তুমি আর কিইবা দিতে পারো
তবে আমি আর মূল্য চুকাতে ফিরবো না অন্যকোনো ফুলের বাগানে!
4 thoughts on “একটি পথ ও তাঁর শেষ পরিণতি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
'এখন অবশিষ্ট রয়েছে একটি শূন্য হ্রদ … এখানে আর নেই কোনো জল নেই কোন রং; চোখের সাগর থেকে ফুরিয়েছি সমস্ত অশ্রু।'
___ যাপিত জীবনের না কথা গুলোনের খণ্ডাংশ উঠে এসেছে যেন। প্রাণবন্ত প্রকাশ।
দারুণ লিখেছেন
দারুণ লিখেছেন কবি। শুভকামনা থাকলো।
মনোমুগ্ধকর কবিতা খানি কবি
শুভকামনা রইল।