মানুষ বড় বেঈমান

মানুষ বড় স্বার্থপর, নিজের স্বার্থই বুঝে,
পরের চিন্তা করে সে, নিজের সুখই খুঁজে!
কে খেলো আর কে খেলো না
তাতে তার কি-ই-বা আসে-যায়?
সবকিছু নিজেই গিলে ফেলতে–
এদিক-সেদিক দিগ্বিদিক ঘুরে বেড়ায়!

মানুষ বড় বেঈমান, এর চেয়ে বেঈমান আর নেই,
যতই ভালোবাসো তাকে, একটু পরে যেই – সেই!
কীসের প্রেম, ভালোবাসা, আদর
বেঈমানের কাছে সবই অর্থহীন,
কীসের মা-বাবা, ভাই-বোন, পাড়াপড়শি
সবাই বেঈমানের কাছে মূল্যহীন।

মানুষের মতো বড় বেঈমান প্রাণী আর কেউ দেখেনি,
অন্যসব প্রাণির আছে ভক্ষণে চিন্তা বেঈমানী শেখেনি।
শয়তান যা করে, বেঈমানও করে তা
যদিও সে মানুষ, তবুও মনুষ্যত্ব বৃথা,
মানুষ বেশী বেঈমান বলে, “আমিই সব!”
বেঈমান কখনোই করে না প্রকাশ কৃতজ্ঞতা!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

4 thoughts on “মানুষ বড় বেঈমান

  1. মানুষ বড় বেঈমান, এর চেয়ে বেঈমান আর নেই,
    যতই ভালোবাসো তাকে, একটু পরে যেই – সেই!

    ___ শতভাগ সত্যের প্রকাশ। তারপরও ভালো থাকতে প্রিয় কবি নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা। 

    1. সুন্দর মন্তব্যের জন্য আমার প্রিয় দাদাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।