কোরবানি

25436_n

অনেক শখের কেনা গোরু
গায়ের রঙ তার সাদা,
আদর করি যত্নও করি
লাগতে দেই না কাদা।

বিধান আছে কোরবানি দিতে
লাগবে নিজের পরিশ্রমের অর্থ,
নাহয় লাগবে নিয়ত সঠিক
এটাই বিধান কোরবানির শর্ত।

দুর্নীতির টাকা, সুদের টাকায়
কোরবানি দেওয়া যাবে না,
যদিও দেয় গায়ের জোরে
তার কোরবানি কবুল হবে না।

কোরবানি দাও মনের পশু
মনে জিইয়ে রাখা শয়তানি,
নিজ মনে শয়তান পুষে
করো না পশু কোরবানি।

.
প্রিয় বন্ধুগণ, আমি হিন্দু।
ভুল হলে ক্ষমাপ্রার্থী।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

5 thoughts on “কোরবানি

  1. দুর্নীতির টাকা, সুদের টাকায়
    কোরবানি দেওয়া যাবে না,
    যদিও দেয় গায়ের জোরে
    তার কোরবানি কবুল হবে না।

    সর্বৈব সত্য কথা। কোরবানির জন্য চাই হালাল উপার্জন। এবং সৎ চেতনাবোধ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা স্বীকার করে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানাচ্ছি।

  2. অনন্য লেখা ।
    মুগ্ধ হলাম ।
    ভীষণ ভালো লাগলো।

    1. শুভকামনা’র সাথে পবিত্র ঈদুল আজহা’র আগার শুভেচ্ছা জানাচ্ছি, দাদা।

  3. ঈদ মোবারক মি. নিতাই বাবু। নিরাপদ থাকুন সব সময়। শুভকামনা … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।