দেবতার মন্দির দেবতায় ভেঙেছে
আমার তোমার যায় আসে কী,
যার আদেশ ছাড়া নড়ে না পাতা
মন্দির ভাঙ্গার সাহস কারোর হবে কি?
তোমরা দুঃখ কেন করো লাঠি কেন ধরো
প্রতিবাদ হানাহানি-ই-বা কেন করো,
হয় যদি দেবতার মন্দির ধৈর্য ধরো
নিশ্চয়ই হবে সাজা একটু সবুর করো!
যার মন্দির তিনিই ভাঙায় তিনিই গড়ায়
তোমার আমার এতো ভাবনা কী,
পাপ করবে যে ভুগেও সে
অন্যের পাপে কেউ ভুগছে কি?
যার মন্দির তিনিই ভাঙায় তিনিই গড়ায়

তোমার আমার এতো ভাবনা কী !!
আমার ভাবনা শুধু এটাই, শ্রদ্ধেয় দাদা। যার মন্দির সে-ই ভাঙে।
বাহ সুন্দর প্রকাশ।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দাদা।