শৈশব থেকে বার্ধক্য

27745


স্মৃতিময় শৈশব
সকাল-বিকাল হৈচৈ কলরব
লাফালাফি দুষ্টুমিও করে সব
চাওয়ারও কমতি নেই যত্তসব।

হাত-খড়ি সবে শুরু
অ আ ই ঈ শেখায় শিক্ষাগুরু
পাঠশালায় গমন মন করে দুরুদুরু
এভাবেই প্রাইমারি শেষে হাইস্কুল শুরু।


দুরন্ত কিশোর
যখনই হয় রাত ভোর
দে দৌড় হৈ-হুল্লোড়
ছুটে চলে দূর থেকে বহুদূর!

পড়ালেখা খেলাধুলা
সমানতালে কাটে বেলা
কখনো পড়া কখনো হেলা
এভাবেই কাটে যায় কিশোরবেলা।


মধুময় যৌবন
করে হনহন ঘুরে বনবন
কী করবে কখন অশান্ত মন
কখনো ভ্রমণ কখনো বনভোজন।

সাত পাকে পড়ে বাঁধা
জীবনসঙ্গী হয় প্রিয়তমা রাধা
হয় সংসারি বনে যায় গাধা
বাড়ে খাটুনি জীবন হয় আধা।


দুশ্চিন্তায় বার্ধক্য
ভাবে বসে শুনিনি তো গুরুবাক্য
তাই বার্ধক্যে শোন না কেউ তার বাক্য
অসহায় বৃদ্ধ সময়টা বার্ধক্য।

বার্ধক্যে আহার নিদ্রা সীমিত
শরীরে রোগ-ব্যধি থাকে নিয়মিত
কখন যে আসে ডাক থাকে চিন্তিত
যখন আসে ডাক সব হয়ে যায় স্তম্ভিত।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “শৈশব থেকে বার্ধক্য

  1. সুন্দর জীবনের পরিক্রমার রাজ!

    এভাবেই গড়ে সূর্য সকাল থেকে সাঁঝ।

    নিরন্তর শুভেচ্ছা ও শুভ কামনা রইল আপনার জন্য।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কবিদা।

  2. পড়ালেখা খেলাধুলা
    সমানতালে কাটে বেলা
    কখনো পড়া কখনো হেলা
    এভাবেই কাটে যায় কিশোরবেলা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আপনার অনুপ্রেরণাতেই আমার লেখা। শুভকামনা সবসময়। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।