দিন যাচ্ছে তো হুহু করে বয়স বেড়ে যাচ্ছে
মাথার কালো চুলগুলো সাদা হয়ে যাচ্ছে
কিন্তু বয়স বাড়ছে তো বাড়ছেই।
দেখেছিলাম দুধদাঁত পড়ে নতুন গজাচ্ছে
বয়স বাড়ার সাথে এগুলোও পড়ে যাচ্ছে
কিন্তু বয়স বাড়ছে তো বাড়ছেই।
যৌবন কালের শারীরিক শক্তি কমে যাচ্ছে
ভালো খাবার খেলেও নিঃশক্তি মনে হচ্ছে।
কিন্তু বয়স বাড়ছে তো বাড়ছেই।
শরীরের টানটান চামড়ায় চর পড়ে যাচ্ছে
চোখের দৃষ্টিও দিনদিন যেন কমে যাচ্ছে
কিন্তু বয়স বাড়ছে তো বাড়ছেই।
শরীরের পশমগুলো সাদা হয়ে যাচ্ছে
পশমের সাথে ভ্রূ গুলোও সাদা হচ্ছে
কিন্তু বয়স বাড়ছে তো বাড়ছেই।
খাবারের তালিকা থেকে কিছু বাদ হচ্ছে
পেটের ক্ষুধাও দিনদিন যেন কমেই যাচ্ছে
কিন্তু বয়স বাড়ছে তো বাড়ছেই।
আত্মীয় স্বজনদেরর ডাকাডাকি কমে যাচ্ছে
সহধর্মিণীও দিনদিন অবহেলার ভাব দেখাচ্ছে
কিন্তু বয়স বাড়ছে তো বাড়ছেই।
.
ছবি: নারায়ণগঞ্জ পৌর শ্মশান ও পৌর গোরস্থান।
দিন যাচ্ছে তো হুহু করে বয়স বেড়ে যাচ্ছে
মাথার কালো চুলগুলো সাদা হয়ে যাচ্ছে
কিন্তু বয়স বাড়ছে তো বাড়ছেই।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা। সাথে থাকলো অনেক অনেক শুভকামনা।
দারুন উপস্থাপনা করেছেন ভাবের বৈচিত্র, ভাবনার গভীরতা উপমার ঐশ্বর্য
শুভেচ্ছা রইল অবিরত __
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি দাদা। আশা করি ভালো থাকবেন সবসময়।