যারা মহানবীকে নিয়ে করে কটূক্তি,
তাদের সাথে হবে না কোনও চুক্তি।
করবো বয়কট, দেখা দিক যত সংকট,
করবো ঘৃণা, চলবে প্রতিবাদ ধর্মঘট।
মুসলিম হিন্দু ইহুদী বৌদ্ধ খ্রিস্টান,
আমরা সকলেই একই মায়ের সন্তান।
নেই কোনও ভেদাভেদ, সকলেই সমানসমান,
আল্লাহ ঈশ্বর গড একজনই, তিনিই মহান।
আমরা সকলেই একই মায়ের সন্তান …
নেই কোনও ভেদাভেদ, সকলেই সমানসমান।
সুন্দর শব্দ চয়ন।আপনার লেখনীর মধ্যে একটা বিশেষত্ব রয়েছে